Advertisement
Advertisement

অনুপ্রবেশ রুখতে গিয়ে শহিদ সেনাকর্তা-সহ ৪ জওয়ান, নিকেশ ২ জঙ্গি

গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তে নজরদারি চালায় সেনা।

Kashmir: 2 terrorists killed by soldiers regarding infiltration

ছবি: ফাইল

Published by: Shammi Ara Huda
  • Posted:August 7, 2018 12:47 pm
  • Updated:August 7, 2018 12:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কাশ্মীরে প্রাণের বিনিময়ে অনুপ্রবেশ রুখলেন সেনা জওয়ান। উপত্যকায় অনুপ্রবেশ রুখতে সেনার গুলিতে নিকেশ হল দুই জঙ্গি। এই ঘটনায় এক সেনাকর্তা-সহ শহিদ হয়েছেন চার জওয়ান। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে উত্তর কাশ্মীরের গুর্জ এলাকায়।

গোপন সূত্রে এই খবর আগেই এসেছিল ভারতীয় সেনার কাছে। খবর ছিল, মঙ্গলবার ভোরে নিয়ন্ত্রণরেখা দিয়ে অনুপ্রবেশ করতে পারে জঙ্গিরা। সেই খবরের ভিত্তিতে সীমান্ত লাগোয়া গুর্জ এলাকায় নজরদারি চালায় সেনা। জঙ্গিরা অনুপ্রবেশ করতে চাইলে গুলি চালান জওয়ানরা। সেনার উপস্থিতি টের পেয়ে পালটা গুলি চালায় পাকিস্তানি জঙ্গিরা। গুলির লড়াইয়ে নিকেশ হয় দুই জঙ্গি। অন্যদিকে জঙ্গিদের গুলিত শহিদ হন একজন সেনা কর্তা ও তিন জওয়ান। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দুই জঙ্গির মৃত্যুর সঙ্গে সঙ্গেই বাকিরা নিয়্ন্ত্রণরেখা টপকে পাক অধিকৃত কাশ্মীরে পালিয়ে যায়। আপাতত গুলির লড়াই বন্ধ বলে সেনা সূত্রে খবর।

Advertisement

[২৫ লক্ষ টাকার উইগ চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার ১১৮ কিলো চুল]

গত বৃহস্পতিবার থেকেই কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে নেমেছে ভারতীয় সেনা। চলছে গুলির লড়াই। উপত্যকার লোলাবে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেনা ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে মারা পড়ে দুই পাক জঙ্গি। পরে স্পেশ্যাল অপারেশন গ্রুপের আধিকারিক আমবরকর শ্রীরাম দিনকর বলেন, ‘‘তল্লাশি অভিযানে নিকেশ হওয়া দুই জঙ্গির কাছ থেকে বেশ কয়েকটি অস্ত্রশস্ত্র ও বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে৷’’ এর আগে গত মঙ্গলবার লোলাবেই কর্তব্যরত দুই পুলিশ আধিকারিকের কাছ থেকে ইনসাস রাইফেল লুট করে বেশ কয়েকজন জঙ্গি৷ সেনার অনুমান, নিকেশ হওয়া এই দুই জঙ্গিই ওই রাইফেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল৷

[বিষাক্ত জেলি ফিশের আতঙ্কে থরহরি কম্প মুম্বই, জুহুতে আক্রান্ত ১৫০ জন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement