Advertisement
Advertisement

Breaking News

Karnataka

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ঘুমের মধ্যেই তরুণীকে কোপালেন যুবক!

ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।

Karnataka woman stabbed to death in her sleep for rejecting man's advances

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 16, 2024 6:11 pm
  • Updated:May 16, 2024 6:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে এক তরুণীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন যুবক। কিন্তু তাতে সায় দেননি ওই তরুণী। প্রত্যেকবারই প্রেমের প্রস্তাব নাকচ করে দিতেন। আর এতেই ক্ষোভের সঞ্চার হতে থাকে যুবকের মনে। কোনওভাবেই ওই তরুণীর প্রত্যাখান মানতে না তিনি। তাই ঘুমের মধ্যেই তাঁকে কুপিয়ে খুন করলেন ওই যুবক! ভয়ংকর এই ‘হত্যাকাণ্ড’ ঘটেছে কর্নাটকে। 

জানা গিয়েছে, মৃত তরুণীর নাম অঞ্জলি অম্বিগের (২০)। আর অভিযুক্তের নাম গিরিশ সাওয়ান্ত (২৩)। দুজনের বাড়িই কর্নাটকের হুবলি এলাকায়। বুধবার সকালে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন অঞ্জলি। অভিযোগ সেই সময়ই গিরিশ ছুরি নিয়ে ঘরে ঢুকে এলোপাথাড়ি কোপাতে তাঁকে অঞ্জলিকে। এর পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই তরুণী। কিন্তু পুলিশ আসার আগেই সেখান থেকে পালিয়ে যান গিরিশ।

Advertisement

[আরও পড়ুন: ইডি-র ক্ষমতায় ‘সুপ্রিম’ রাশ, বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের

মৃত তরুণীর পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই অঞ্জলিকে উত্যক্ত করতেন গিরিশ। কিন্তু কোনও সময়ই তাঁর প্রস্তাবে সায় দেননি অঞ্জলি। তাঁকে নাকি একাধিকবার খুন করার হুমকি দিয়েছিলেন অভিযুক্ত। গত এপ্রিল মাসেই কর্নাটকের কংগ্রেস নেতা নিরঞ্জন হিরেমথের কন্যা নেহা হিরেমথকে কলেজে কুপিয়ে খুন করা হয়েছিল। অভিযোগ, ওই যুবক নাকি অঞ্জলিকে হুমকি দিয়েছিলেন, কথা না শুনলে তাঁর পরিণতিও নেহার মতো হবে।

এই ঘটনার পর স্থানীয় থানায় গিয়ে বিক্ষোভ দেখায় নেহার পরিবার ও প্রতিবেশিরা। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানান সকলে। এই বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে খোঁজার জন্য আলাদা আলাদা দল গঠন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

[আরও পড়ুন: তেল ভরতে পেট্রল পাম্পে দাঁড়ানো কাল হল, বিলবোর্ড চাপা পড়ে গাড়ির ভিতরেই মৃত্যু দম্পতির!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement