Advertisement
Advertisement

Breaking News

Karnataka

গ্রামের মেয়েকে নিয়ে পলায়ন, ছেলের ‘অপরাধে’ মাকে বিবস্ত্র করে মার!  

ঘটনায় ৭ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Karnataka Woman Paraded Naked As Son Elopes With Girl | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:December 11, 2023 7:02 pm
  • Updated:December 11, 2023 7:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলের ‘অপরাধে’ মাকে মধ্যযুগীয় শাস্তি। অভিযোগ গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। যুবকের সঙ্গে সম্পর্ক ছিল গ্রামের এক তরুণীর। সোমবার সকালে তাঁরা পালিয়ে যান। এই ‘অপরাধে’ মহিলাকে বিবস্ত্র করে মারধর। নগ্ন করে গ্রামে ঘোরানো হয় তাঁকে। দড়ি দিয়ে বেঁধে রাখা হয় একটি বাতিস্তম্ভের সঙ্গে। এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকের (Karnataka) বেলাগাবির একটি গ্রামে। ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে পুলিশ। রাজ্যজুড়ে নিন্দার ঝড়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার ছেলের উপরে ক্ষিপ্ত হয়েই হামলা চালায় গ্রামবাসীদের একাংশ। বেলাগাবির ভান্টামুরি গ্রামের ঘটনা। সোমবার দুপুর সাড়ে বারোটা নগাদ বছর আঠারোর তরুণী প্রিয়াঙ্কার সঙ্গে পালিয়ে যান ২৪ বছরের অশোক। প্রিয়াঙ্কার বাড়ির লোকেরা দাবি করে, জোর করে প্রিয়াঙ্কাকে নিয়ে গিয়েছে যুবক। এর পরেই অশোকের বাড়িতে হামলা চালায় গ্রামবাসীদের একাংশ।

Advertisement

 

[আরও পড়ুন: শবরীমালায় হুড়োহুড়ি, দর্শনে এসে মৃত্যু বালিকার]

অভিযোগ, বাড়িতে ভাঙচুর চালানোর পর অশোকের মাকে মারধর করা হয়। এর পর নগ্ন করে ঘোরানো হয় তাঁকে। ওই অবস্থায় তাঁকে একটি বাতিস্তম্ভের সঙ্গে বেঁধে রাখা হয়। বিকেল চারটে নাগাদ খবর পেয়ে গ্রামে পৌঁছায় পুলিশ। মহিলাকে উদ্ধার করে তারা। পরে তদন্তে নেমে ঘটনায় অভিযুক্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

[আরও পড়ুন: শিবরাজ নয়, মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব]

এই ঘটনায় রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মুখ খুলেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বিবৃতি দিয়েছেন, যাঁরা এই কাজ করেছেন তাঁদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে যান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনিও কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement