Advertisement
Advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশেও সুরাহা নেই কাবেরী জলবন্টন সমস্যার

সুপ্রিম কোর্টের রায় মান্য করা হবে কি না, সে ব্যাপারে আজ সর্বদলীয় বৈঠকে বসছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷

Karnataka unlikely to implement Supreme court order
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 21, 2016 3:03 pm
  • Updated:September 21, 2016 3:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সর্বোচ্চ আদালতের নির্দেশের পরও কাবেরী জলবন্টন সমস্যার সুরাহা হল না৷ রায়ে ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তামিলনাড়ুকে প্রতিদিন ৬০০০ কিউসেক জল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷ কিন্তু তা মান্য করা হবে কি না, সে ব্যাপারে আজ সর্বদলীয় বৈঠকে বসছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷

সর্বোচ্চ আদালতের রায়ের পরও তামিলনাড়ুকে জল দিতে নারাজ কর্নাটক প্রশাসন৷ প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, এত জল দিয়ে দিলে বেঙ্গালুরুতে জলের অভাব দেখা দিতে পারে৷ কিন্তু সেই দাবি নস্যাৎ করেই রায় ঘোষণা করে আদালত৷ মূলত কাবেরী সুপারভাইজারি কমিটি কর্নাটককে নির্দেশ দিয়েছিল ৩০০০ কিউসেক জল ছাড়তে৷ সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দারস্থ হয় কর্নাটক৷ কিন্তু সেখানেও ধাক্কা খায় কর্নাটক সরকার৷ উপরন্তু তামিলনাড়ুর পক্ষে রায় দিয়ে আরও ৩০০০ কিউসেক জল ছাড়তে বলে৷ ফলে জটিল সমস্যায় পড়েছে কর্নাটক৷

Advertisement

সূত্রের খবর, কর্নাটক সরকার সম্প্রতি কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গেও যোগাযোগ করে৷ তাঁর সঙ্গে এ ব্যাপারে আলোচনাও হয়েছে৷ এই জলবন্টন হলে কাবেরী নদী সংলগ্ন জমিতে চাষের ব্যাপক ক্ষতি হবে বলেও তাঁকে জানানো হয়৷ কিন্তু শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হবে তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ মুখ্যমন্ত্রী অবশ্য রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন যে, এই রায় কার্যকর হওয়া আটকাতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তাই নিয়েই আলোচনা হবে আজকের বৈঠকে৷ যদিও এই বৈঠকে বিজেপি অংশগ্রহণ করবে না বলেই জানা যাচ্ছে৷

সুপ্রিম কোর্টের রায়ের ফলে কার্যত উভয়সংকটে পড়েছেন সিদ্দারামাইয়া৷  সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করলে মুখ্যমন্ত্রী পদ হারাতে পারেন তিনি, অন্যদিকে আছে রাজ্যবাসীর স্বার্থ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের  দাবি, এই রায় অমান্য করলে কংগ্রেস কাবেরী সংলগ্ন এলাকায় নিজেদের শক্তিবৃদ্ধি করতে পারবে৷

কিন্তু এর আগেও একই সমস্যার জেরে প্রথমে নির্দেশ অমান্য করার কথা বলেও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশের সামনেই মাথা নোয়াতে হয়েছিল পূর্ববর্তী মুখ্যমন্ত্রীকে৷ তাই অনেকেই মনে করছেন হয়ত সেই একই পথেই হাঁটতে বাধ্য হবেন সিদ্দারামাইয়া৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement