সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের বিজেপি (BJP) সরকারের আনা ধর্মান্তর বিরোধী আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটকের কংগ্রেস (Congress) সরকার। এবিষয়ে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার অনুমোদনও মিলে গিয়েছে। এমনটাই জানিয়েছেন কর্ণাটকের (Karnataka) আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী এইচ কে পাটিল।
প্রসঙ্গত, অধিকাংশ বিজেপিশাসিত রাজ্যে ধর্মান্তর বিরোধী আইন এনেছে বিজেপি। গত বছরের মে মাসে কর্ণাটকে এই সংক্রান্ত অর্ডিন্যান্স পাশ করানো হয়েছিল। পরে সেপ্টেম্বরে তাকে সরিয়ে আনা হয় আইন। এবার সেই আইন বাতিলের সিদ্ধান্ত নিল সদ্য রাজ্যের ক্ষমতায় আসা কংগ্রেস। এছাড়াও পাটিল জানিয়েছেন, রাজ্যের ইতিহাস বইয়ে আরএসএসের অন্যতম প্রতিষ্ঠাতা কে বি হেদগেওয়ার সংক্রান্ত যে অধ্যায় রয়েছে তাও বাদ দেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। উল্লেখ্য, গত বছরই ওই অধ্যায় যুক্ত করেছিল বিজেপি।
গত মাসেই বিজেপিকে সরিয়ে কর্ণাটকে ক্ষমতায় এসেছে হাত শিবির। ভোটের ফলাফলে দেখা গিয়েছে, কার্যতই মুখ থুবড়ে পড়েছে পদ্ম শিবির। যেখানে কংগ্রেস ১৩৫টি আসন পেয়েছিল, সেখানে বিজেপি ৮০-র ঘরেও প্রবেশ করতে পারেনি। এমন নিরঙ্কুশ জয় পেয়ে ক্ষমতায় আসার পরই কংগ্রেস বাতিল করল বিজেপির আনা আইন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.