Advertisement
Advertisement

Breaking News

Karnataka

কলেজ যাওয়ার আগে খাবার নিয়ে ঝগড়া, মাকে খুন করে থানায় গেল ছেলে!

ঘটনাটি ঘটেছে কর্নাটকে।

Karnataka teen killed his mother for not serving breakfast, surrenders to cop। Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:February 3, 2024 4:01 pm
  • Updated:February 3, 2024 4:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজ যাওয়ার আগে খাবার দেয়নি মা। যা নিয়ে মায়ের সঙ্গে তুমুল ঝগড়া হয় ছেলের। শেষ পর্যন্ত রাগের বশে মাকেই খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এমনকী মাকে খুন করে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে ওই কলেজ পড়ুয়া। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের মুলবাগাল শহরে। 

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছিল বছর সতেরোর ওই কলেজ পড়ুয়া। বেরনোর আগে মায়ের কাছে জলখাবার চেয়েছিল সে। কিন্তু খাবার না দিয়ে তাকে বকাঝকা করেন মা। যা নিয়ে দুজনের মধ্যে ব্যাপক তর্কাতর্কি শুরু হয়। কিশোরের দাবি, কথা কাটাকাটির সময় নাকি তার মা বলেছিলেন, “তুমি আমার ছেলে নও।” একথা শোনার পর আর মাথা ঠিক রাখতে পারেনি সে। একটি লোহার রড দিয়ে মায়ের মাথায় মেরে দেয়। তার পর থানায় গিয়ে গোটা বিষয়টি নিজেই পুলিশকে জানায়। 

Advertisement

[আরও পড়ুন: ভারতরত্নে সম্মানিত হওয়ার খবরে আবেগপ্রবণ আডবাণী, হাতজোড় করে জানালেন ধন্যবাদ]

এনিয়ে পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় ওই কিশোর দাবি করে, “আমার মা ঠিক মতো আমার যত্ন করত না। খেতে দিত না। শুক্রবার সকালে আমি কলেজের জন্য তৈরি হচ্ছিলাম। খাবার দেওয়ার বদলে মা আমাকে বকাঝকা করেন।” এর পরই রাগের বশে সে তার মায়ের মাথায় সজোরে আঘাত করে। যার ফলে মৃত্যু হয় বছর চল্লিশের ওই মহিলার।

জানা গিয়েছে, ওই কিশোরের সমস্ত দাবি খতিয়ে দেখছে পুলিশ। আপাতত তাকে আটক করে খুনের মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু চলছে। অভিযুক্ত কিশোর ডিপ্লোমার ছাত্র। তার একটি দিদিও রয়েছে। তিনি পড়াশোনার জন্য বিদেশে থাকেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement