Advertisement
Advertisement

Breaking News

Karnataka

‘জনতার ইস্যু নিয়ে লড়ুক বিজেপি’, প্রচারে সাফাই কর্মীকে এনে কর্ণাটকে চমক প্রিয়াঙ্কার

বিজেপিকে হারিয়ে ক্ষমতা পুনরুদ্ধারে তৎপর কংগ্রেস।

Karnataka Polls: Priyanka Gandhi Comes Out Of Vehicle, Brings Sanitation Worker To Campaign। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 3, 2023 9:46 am
  • Updated:May 3, 2023 9:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটমুখী কর্ণাটকে চলছে শেষ মুহূর্তের প্রচার। বিজেপিকে হারিয়ে ক্ষমতা পুনরুদ্ধারে তৎপর কংগ্রেস। এই পরিস্থিতিতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী চমক দিলেন প্রচারে। গাড়ি থেকে নেমে এক সাফাই কর্মীকে হাত ধরে তুললেন গাড়িতে। তাঁর পাশে দাঁড়িয়ে হাত নাড়তে দেখা গেল তাঁকে। পাশাপাশি মোদি সরকারকে সরাসরি চ্যালেঞ্জও করলেন তিনি। দাবি করলেন, বিজেপি যেন একটা নির্বাচন মানুষের ইস্যু নিয়ে লড়ে দেখায়।

সাফাই কর্মী কে রানিকে নিজের প্রচারের গাড়িতে এদিন তুলে আনেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)। তাঁকে দেখা যায় গাড়ি থেকে নেমে ভিড়ের ভিতর থেকে রানির হাত ধরে তাঁর সঙ্গে হেঁটে যেতে। উপরে উঠে দু’জনে একসঙ্গে হাত দেখান সামনের জনতাকে।

Advertisement

[আরও পড়ুন: ইস্তফার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি! কয়েক ঘণ্টার মধ্যে ‘ইউ-টার্ন’ পওয়ারের]

পাশাপাশি মোদি সরকারকে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ”আমি বিজেপি, প্রধানমন্ত্রীজি, ওঁর মন্ত্রী ও নেতাদের চ্যালেঞ্জ দিচ্ছি, কোনও একটা রাজ্যে জনতার ইস্যুকে সামনে রেখে নির্বাচনে লড়ার। আপনারা অন্য বিষয়ে কথা না বলুন তো ৪০ শতাংশ কমিশনওয়ালা বিজেপি সরকার কর্ণাটক থেকে কেন দেড় লক্ষ কোটি টাকা লুঠ করল? বেকারত্ব, মূল্যবৃদ্ধিই বা কেন?”

প্রিয়াঙ্কা আত্মবিশ্বাসী, ভোটাররা নির্বাচনে হাত শিবিরকেই (Congress) ভোট দেবেন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার আরজি জানান তিনি। উল্লেখ্য, আগামী ১০ মে কর্ণাটকের (Karnataka) নির্বাচন। ১৩ মে ফলপ্রকাশ। শেষ মুহূর্তে প্রচারের ঝাঁজ বাড়িয়ে জনমানসে প্রভাব বাড়াতে মরিয়া কংগ্রেস।

[আরও পড়ুন: আমলাতন্ত্রের ফাঁসে নিয়োগে বিলম্ব! উষ্মা প্রকাশ করে কাজে গতি বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement