সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটমুখী কর্ণাটকে চলছে শেষ মুহূর্তের প্রচার। বিজেপিকে হারিয়ে ক্ষমতা পুনরুদ্ধারে তৎপর কংগ্রেস। এই পরিস্থিতিতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী চমক দিলেন প্রচারে। গাড়ি থেকে নেমে এক সাফাই কর্মীকে হাত ধরে তুললেন গাড়িতে। তাঁর পাশে দাঁড়িয়ে হাত নাড়তে দেখা গেল তাঁকে। পাশাপাশি মোদি সরকারকে সরাসরি চ্যালেঞ্জও করলেন তিনি। দাবি করলেন, বিজেপি যেন একটা নির্বাচন মানুষের ইস্যু নিয়ে লড়ে দেখায়।
সাফাই কর্মী কে রানিকে নিজের প্রচারের গাড়িতে এদিন তুলে আনেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)। তাঁকে দেখা যায় গাড়ি থেকে নেমে ভিড়ের ভিতর থেকে রানির হাত ধরে তাঁর সঙ্গে হেঁটে যেতে। উপরে উঠে দু’জনে একসঙ্গে হাত দেখান সামনের জনতাকে।
#WATCH | Congress general secretary Priyanka Gandhi Vadra steps down from her campaign vehicle, brings sanitation worker & Congress supporter K Rani with her for campaigning in Chintamani, Karnataka, after the latter greeted her in the public.#KarnatakaElections2023
(Video:… pic.twitter.com/XC1CH3ltFj
— ANI (@ANI) May 2, 2023
পাশাপাশি মোদি সরকারকে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ”আমি বিজেপি, প্রধানমন্ত্রীজি, ওঁর মন্ত্রী ও নেতাদের চ্যালেঞ্জ দিচ্ছি, কোনও একটা রাজ্যে জনতার ইস্যুকে সামনে রেখে নির্বাচনে লড়ার। আপনারা অন্য বিষয়ে কথা না বলুন তো ৪০ শতাংশ কমিশনওয়ালা বিজেপি সরকার কর্ণাটক থেকে কেন দেড় লক্ষ কোটি টাকা লুঠ করল? বেকারত্ব, মূল্যবৃদ্ধিই বা কেন?”
मैं भाजपा, प्रधानमंत्री जी, उनके मंत्री और उनके सारे नेताओं को चुनौती देती हूं कि किसी भी प्रदेश में एक चुनाव जनता के मुद्दों पर लड़कर दिखाएं।
आप इधर-उधर की बात न करिए ये बताइए कि 40% कमीशन वाली BJP सरकार ने कर्नाटक से 1.5 लाख करोड़ लूटा क्यों, बेरोजगारी-महंगाई बढ़ाई क्यों? pic.twitter.com/gX5WlTiJjN
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 2, 2023
প্রিয়াঙ্কা আত্মবিশ্বাসী, ভোটাররা নির্বাচনে হাত শিবিরকেই (Congress) ভোট দেবেন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার আরজি জানান তিনি। উল্লেখ্য, আগামী ১০ মে কর্ণাটকের (Karnataka) নির্বাচন। ১৩ মে ফলপ্রকাশ। শেষ মুহূর্তে প্রচারের ঝাঁজ বাড়িয়ে জনমানসে প্রভাব বাড়াতে মরিয়া কংগ্রেস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.