Advertisement
Advertisement
Karnataka

বেসরকারি চাকরিতেও ভূমিপুত্রদের ১০০% সংরক্ষণ! চাপের মুখে বিতর্কিত বিল স্থগিত রাখল কর্নাটক

মেধার ভিত্তিতে কর্মী নিয়োগ না করে শুধু ভাষার ভিত্তিতে নিয়োগ করতে হয়, সেটা তথ্য প্রযুক্তি সংস্থাগুলির জন্য উদ্বেগের- এই দাবিতে শুরু হয় বিতর্ক।

Karnataka pauses bill on reservation in private firms

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 18, 2024 12:20 am
  • Updated:July 18, 2024 12:20 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুমুল সমালোচনার মুখে পড়ে আপাতত সংরক্ষণ বিল স্থগিত রাখল কর্নাটক সরকার। বুধবার দিনভর বিতর্কের পরে সেরাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়ে দেন, পাশ হয়ে গেলেও আপাতত কার্যকরী হবে না কন্নড়ভাষীদের জন্য বেসরকারি চাকরিক্ষেত্রে সংরক্ষণের বিল। আগামী দিনে বিস্তারিত আলোচনার পরে এই বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, এই বিল অনুযায়ী সরকারি চাকরির ধাঁচে বেসরকারি চাকরিতেও সংরক্ষণ থাকবে কর্নাটকের ভূমিপুত্রদের জন্য।

কর্নাটকের নতুন সংরক্ষণ নীতিতে বেসরকারি সংস্থার গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ পদে কন্নড়ভাষীদের নিয়োগ বাধ্যতামূলক করা হচ্ছে। অর্থাৎ স্থানীয়দের জন্য ১০০ শতাংশ সংরক্ষণ। সূত্রের খবর, নতুন বিলে বলা হয়েছে, যে কোনও সংস্থাকে ম্যানেজমেন্ট ক্যাটেগরিতে কমপক্ষে ৫০ শতাংশ ‘স্থানীয় প্রার্থী’ নিয়োগ করতে হবে। নন-ম্যানেজমেন্ট ক্যাটেগরিতে ‘স্থানীয় প্রার্থী’-দের জন্য কমপক্ষে ৭০ শতাংশ সংরক্ষণ থাকবে। পাশাপাশি বেসরকারি সংস্থায় কর্মপ্রার্থীকে কমপক্ষে দশম শ্রেণি পর্যন্ত কন্নড় ভাষা নিয়ে পড়াশোনা করতে হবে। অন্যথায় তাঁকে ভাষার পরীক্ষা দিতে হবে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে যেমন ভাষার দক্ষতার পরীক্ষায় বসতে হয়, কর্ণাটকেও সেরকম ব্যবস্থা চালু করার প্রস্তাব করা হয়েছে বিলে।

Advertisement

[আরও পড়ুন: যৌথ বাহিনীর হাত ফসকে পালাল শীর্ষ মাও নেতা, ক্যাম্প ভেঙে উদ্ধার অস্ত্রশস্ত্র

এই বিল সোমবার পাশ হয়েছে কর্নাটক বিধানসভায়। তার পরেই এই নীতির তুমুল সমালোচনা শুরু হয়। বেঙ্গালুরু দেশের অন্যতম আইটি হাব। এ হেন শহরে যদি মেধার ভিত্তিতে কর্মী নিয়োগ না করে শুধু ভাষার ভিত্তিতে নিয়োগ করতে হয়, তাহলে সেটা তথ্য প্রযুক্তি সংস্থাগুলির জন্যও উদ্বেগের। তাঁদের আশঙ্কা, এই সংরক্ষণের গেরোয় পড়ে অযোগ্যদের চাকরি দিতে হবে। যা আসলে সংস্থার জন্য বিপজ্জনক। ক্ষোভের আঁচ পেয়ে খানিকটা ড্যামেজ কন্ট্রোলে নামেন কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। তিনি জানান, মুখ্যমন্ত্রী যে সংরক্ষণের কথা বলছেন সেটা এখনও প্রস্তাব আকারে রয়েছে। এটা নিয়ে আরও পরামর্শের প্রয়োজন আছে।

সেই একই সুর বুধবার রাতে শোনা গেল কর্নাটকের মুখ্যমন্ত্রীর গলাতেও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “বেসরকারি ক্ষেত্রে কন্নড়দের জন্য সংরক্ষণ চেয়ে যে বিল আনা হয়েছিল, সেটা এখনও পুরোপুরি তৈরি হয়নি। পরবর্তী ক্যাবিনেট বৈঠকে এই নিয়ে আবারও বিশদে আলোচনা হবে। তার পরে এই বিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” অর্থাৎ বিতর্কিত বিলটি আপাতত স্থগিত রইল কর্নাটকে।

[আরও পড়ুন: বাজেট অধিবেশনের আগে লক্ষ্মীবারে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক, আগামীর রূপরেখা দেবেন মোদি

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement