Advertisement
Advertisement

Breaking News

কাবেরী জলবন্টন সমস্যায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ কর্নাটক

সুপ্রিম কোর্ট এই আর্জি গ্রহণ করলে কাবেরী জলবন্টন সমস্যার সাময়িক সুরাহা হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল৷

Karnataka once again appeals to Supreme court on Cauvery issue
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 26, 2016 3:18 pm
  • Updated:September 26, 2016 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাবেরী জলবন্টনকে কেন্দ্র করে গত ২ সেপেটম্বর অগ্নিগর্ভ হয়ে ওঠে কর্নাটক৷ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা হয়নি এই সমস্যার৷ তামিলনাড়ুর পক্ষে রায় ঘোষণা করে কর্নাটককে ১০ দিনে ৪২০০০ কিউসেক জল ছাড়তে নির্দেশ দিয়েছিল আদালত৷ সেই নির্দেশ না মেনে এবার জল ছাড়ার সময়সীমা ডিসেম্বর পর্যন্ত চেয়ে আবেদন করল কর্নাটক৷

সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়ে দিয়েছিলেন, এই নির্দেশ কর্নাটকের পক্ষে মেনে নেওয়া কার্যত অসম্ভব৷ কর্নাটক সরকার পরবর্তী পদক্ষেপ কী নেবে, তা ঠিক করতেই তড়িঘড়ি সর্বদলীয় বৈঠক ডাকা হয়৷ সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এই মুহূর্তে কোনওভাবেই ৪২০০০ কিউসেক জল ছাড়বে না কর্নাটক৷

Advertisement

সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্তের উপর ভিত্তি করেই সোমবার সর্বোচ্চ আদালতে কর্নাটকের পক্ষ থেকে জানানো হয়, রিজার্ভারে বেশি জল না থাকায় ৪২০০০ কিউসেক জল ছাড়া সম্ভব হয়নি নির্ধারিত সময়ে৷ কর্নাটকের আবেদন, জল দেওয়ার বরাদ্দ সময় দশ দিনের পরিবর্তে ডিসেম্বর পর্যন্ত করে দেওয়া হোক৷ যাতে এতটা পরিমাণ জল একেবারে না দিয়ে দুই পক্ষের দাবি মেনেই একটা সমঝোতায় আসা যায়৷

সুপ্রিম কোর্ট এই আর্জি গ্রহণ করলে কাবেরী জলবন্টন সমস্যার সাময়িক সুরাহা হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement