সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতির খোলা বাজারে রাজনীতি হল দেশের সবচেয়ে অর্থপূর্ণ ‘পেশা’। সিবিআই-ইডির ব্যস্তবাগীশ দিনে এমনটাই ধারণা আমজনতার। তার মধ্যেই ভোটমুখী কর্ণাটকে (Karnataka) শুরু হয়েছে নেতা-মন্ত্রীদের মনোনয়ন পেশ। সোমবার হলফনামা-সহ মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি (BJP) শাসিত কর্ণাটকের মন্ত্রী এন নাগারাজু (N Nagaraju )। যাঁর ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ জানলে ‘গরিব ভারতে’র চক্ষু চড়কগাছ হতে বাধ্য। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী নাগারাজুর সম্পত্তির পরিমাণ ১,৬০৯ কোটি টাকা।
আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। সোমবার বেঙ্গালুরু শহর লাগোয়া হোসকোটের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন নাগারাজু। হলফনামা অনুযায়ী নেতার আয়ের উৎস কৃষি এবং ব্যবসা। এছাড়াও রয়েছে পারিবারিক সম্পত্তি রয়েছে। স্ত্রী শান্তাকুমারীর সঙ্গে তাঁর মোট অস্থাবর সম্পত্তি রয়েছে ৫৩৬ কোটি টাকার। যৌথভাবে স্থাবর সম্পত্তির পরিমাণ ১,০৭৩ কোটি টাকা। এর আগে ২০২০ সালের নির্বাচনের আগে হলফনামা দিয়ে নাগারাজু জানিয়েছিলেন, স্ত্রী ও তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১,২২০ কোটি টাকা। তবে এবারের হলফনামায় মন্ত্রী জানিয়েছেন, বাজারে তাঁর ঋণ রয়েছে ৯৮ কোটি ৩৬ লক্ষ টাকার।
৭২ বছরের নাগারাজুর বিদ্যার দৌড় নবম শ্রেণি অবধি। রাজনীতির পাশাপাশি কৃষি, ব্যবসা ‘অন্যান্য’ আয়ের উৎসের কথা জানিয়েছেন। পাশাপাশি পারিবারিক সম্পত্তির কথাও উল্লেখ করেছেন। উল্লেখ্য, ২০১৮ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের (Congress) হয়ে বর্তমান কেন্দ্রে জেতেন তিনি। যদিও ২০১৯ সালে নাগারাজু-সহ ১৭ জন বিধায়ক দল ছাড়েন। এর ফলেই পড়ে যায় কংগ্রেসের নেতৃত্বে তৎকালীন জোট সরকার। এরপর থেকেই তিনি গেরুয়া নেতা এবং বিজেপি শাসিত কর্ণাটকের মন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.