Advertisement
Advertisement

মঞ্চ থেকে খেলোয়াড়দের উপহার ছুঁড়ে দিয়ে বিতর্কে কর্ণাটকের মন্ত্রী

ভাইরাল মন্ত্রীর বিতর্কিত ভিডিও৷

Karnataka Minister, In A 'Hurry', Throws Kits At Sportspersons
Published by: Kumaresh Halder
  • Posted:November 1, 2018 6:51 pm
  • Updated:November 1, 2018 6:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  লজ্জা! নিজের পদমর্যাদা খুইয়ে প্রকাশ্যে ন্যক্কারজনক ঘটনা ঘটালেন কর্ণাটকের রাজস্বমন্ত্রী৷ বৃহস্পতিবার প্রকাশ্য জনসভা মঞ্চে দাঁড়িয়ে ক্রীড়াবিদের সম্মান জানানোর নামে চূড়ান্ত অপমান করলেন মন্ত্রী আরভি দেশপাণ্ডে৷ মঞ্চে উঠে রাজ্য ও জেলাস্তরের খেলোয়াড়দের লক্ষ্য করে ‘পুরস্কার স্বরূপ’ ক্রীড়া সরঞ্জাম ছোঁড়েন৷ মঞ্চের নিচে দাঁড়িয়ে মন্ত্রীর দেওয়া ‘দান’ লুফে নেন খেলোয়াড়রা৷ বিষয়টি নিয়ে প্রথমে হাঁসি-ঠাট্টা চললেও মন্ত্রীর এই কাণ্ড যে চূড়ান্ত অপমানের, তা বুঝতে খুব একটা সময় লাগেনি ক্রীড়াবিদের৷ এই নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে কর্ণাটকে৷ রাজ্য ও জেলাস্তরের খেলোয়াড়দের অপমান প্রসঙ্গে অবিলম্বে রাজ্যের রাজস্ব মন্ত্রী আরভি দেশপাণ্ডেকে নিঃশর্ত ক্ষমা চাওয়ারও দাবি তুলেছেন ক্রীড়াবিদদের একাংশ৷ সোশ্যাল মিডিয়ায় দৌলতে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে মন্ত্রীর কীর্তিকলাপ৷

[সুপারহিট কেরলের ঠাকুমা, ছিয়ানব্বই বছরে পরীক্ষায় পেলেন ৯৮শতাংশ নম্বর]

 

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কর্ণাটকের কারওয়ার জেলায় ইন্দোর স্টেডিয়ামের উদ্বোধন করেন মন্ত্রী আরভি দেশপাণ্ডে৷ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ছিল স্থানীয় খেলোয়াড়দের সংবর্ধনা ও সরকারি জনসভা৷ অভিযোগ, এদিনের এই অনুষ্ঠানে স্বমহিমায় হাজির হন রাজস্বমন্ত্রী৷ নিজের গুরুগম্ভীর মেজাজে মঞ্চে ওঠেন৷ মঞ্চে কিছুটা সময় কাটান৷ এরপরই জাতীয় ও জেলাস্তরের খেলোয়াড়দের সংবর্ধনা ও ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়ার জন্য মন্ত্রীকে অনুরোধ করা হয়৷ ঘোষকের অনুরোধে চেয়ার ছাড়ানে মন্ত্রী৷ অভিযোগ, খেলোয়াড়দের এদিন মঞ্চের সামনে সারিবদ্ধভাবে দাঁড়াতে নির্দেশ দেওয়া হয়৷

[দীপাবলির আগে সুখবর, ১৫টি ট্রেনে বাতিল ফ্লেক্সি ফেয়ার]

এরপরই মন্ত্রীর হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়৷ হাতে ক্রীড়া সরঞ্জাম নিয়ে মঞ্চের নিচে দাঁড়িয়ে থাকা খেলোয়াড়দের লক্ষ্য করে ছুড়ে দেন মন্ত্রী৷ বার তিনেক এভাবেই ছুঁড়ে দেন ‘পুরস্কার’৷ গোটা বিষয়টি মুহূর্তেই ক্যামেরাবন্দি হয়৷ সোশ্যাল মিডিয়ার হাত ধরে বিদ্যুতেই গতি ছড়াতে থাকে ভিডিও৷ ওঠে বিতর্কের ঝড়৷  এই ঘটনায় প্রকাশ্যে রাজস্বমন্ত্রীর ক্ষমা চাওয়ারও দাবি উঠতে থাকে৷ কিন্তু, বিতর্ক চললেও কুছ পরোয়া নেই মন্ত্রীর৷ বলেন, ‘‘অপমানের কিছুই ঘটেনি৷ এটা বিতর্কের জন্য বিতর্ক তৈরির চেষ্টা চলছে৷’’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement