Advertisement
Advertisement

Breaking News

বিয়ে

পছন্দ হয়নি কনের শাড়ি, ছেলেকে পালাতে বলে বিয়ে ভাঙল বরের পরিবার

কী করছে মেয়েটির পরিবার?

Karnataka Man's Parents Cancel Wedding Over Quality Of Bride's Saree
Published by: Soumya Mukherjee
  • Posted:February 8, 2020 5:37 pm
  • Updated:February 8, 2020 6:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোর এই কলিকালে অল্প গন্ডগোলের জেরেই ভেঙে যায় অনেক সম্পর্ক। প্রচুর দম্পতির সুখের সংসার জীবন পরিণতি পায় বিচ্ছেদে! কিন্তু, কনের পরনে থাকা শাড়ি পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দেওয়ার ঘটনা মনে হয়ে খুবই বিরল। সম্প্রতি বিরল এই ঘটনাটিই ঘটেছে কর্ণাটকের হাসসান শহর সংলগ্ন একটি গ্রামে। এদিকে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে পাত্র। আর মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কর্ণাটকের হাসসান (Hassan) শহর সংলগ্ন একটি গ্রাম বাস করেন অভিযুক্ত পাত্র বিএন রঘুকুমার ও পাত্রী বি আর সংগীতা। এক বছর আগে স্থানীয় ওই যুবক-যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েকদিন আগে বাড়ির লোকের সঙ্গে কথা বলে সংগীতার সঙ্গে বিয়ের দিন ঠিক করে রঘুকুমার। তারপর সব পরিকল্পনা মতোই এগোচ্ছিল। কিন্তু, বাদ সাধল নিয়তি! গত বুধবার, বিয়ের আগের দিন লোকাচারের একটি অনুষ্ঠানে কনের পরনে থাকা শাড়ি পছন্দ হয়নি রঘুকুমারের বাবা-মার। তাই সংগীতাকে ওই শাড়িটি পরিবর্তন করতে বলেন তাঁরা। কিন্তু, তা মানতে চাননি ওই যুবতী। বিষয়টি নিয়ে পাত্রীর পরিবারের সঙ্গে তুমুল গন্ডগোল হয় পাত্রের বাবা-মা ও অন্য আত্মীয়দের। তাতেও সমস্যার কোনও সমাধান হয়নি।

Advertisement

[আরও পড়ুন: সম্পর্কে টানাপোড়েনের জেরেই খুন, দিল্লিতে মহিলা এসআইকে গুলির পর আত্মঘাতী সহপাঠীও]

 

বিষয়টি তখনকার মতো হজম করে নিলেও বাড়ি ফিরে রঘুকুমারকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন তাঁরা। বলেন, কোনওভাবেই সংগীতার সঙ্গে তাঁর বিয়ে তাঁরা মেনে নেবেন না। বাড়ির লোকের মুখে এই কথা শুনে বিয়ের দিন সকালে বাড়ি থেকে পালিয়ে যায় পাত্র। এদিকে বিয়ের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরেও বরের পাত্তা নেই দেখে খোঁজখবর নিতে শুরু করেন মেয়ের বাড়ির লোকজন। পরে তাঁরা জানতে পারেন যে পরিবারের লোকদের পরামর্শে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে পাত্র। বাধ্য হয়ে স্থানীয় থানায় গিয়ে সব ঘটনার কথা খুলে বলে অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে পলাতক রঘুকুমারের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

[আরও পড়ুন: ‘দিল্লিকে ইসলামিক স্টেট হতে দেবেন না’, বিজেপিকে ভোট দেওয়ার আবেদন গিরিরাজের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement