Advertisement
Advertisement

Breaking News

Karnataka

মাসে ৬ লাখ টাকা খোরপোশের দাবি মহিলার! ‘নিজেই আয় করুন’, ধমক আদালতের

পুষ্টিকর খাবারের জন্য বিপুল টাকা চাই, দাবি মহিলার।

Karnataka judge on woman seeking 6 lakh Rupees monthly maintenance

প্রতীকী ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:August 22, 2024 4:58 pm
  • Updated:August 22, 2024 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুষের জন্য বিচ্ছেদের বিষফোড়া হল খোরপোশ। আয় থাকুক আর না থাকুক দিতেই হবে। মোটা টাকা উপার্জন করলে তো কথাই নেই। তাই বলে মাস ৬ লাখ টাকা! মহিলার ‘মাত্রাছাড়া’ দাবি শুনে বিরক্ত হলেন খোদ বিচারপতি। বুধবার একটি মামলার শুনানিতে মামলাকারী মহিলাকে রীতিমতো ধমক দিল কর্নাটক হাই কোর্ট। বিচারপতি সাফ জানালেন, “এত টাকা খরচ করতে চাইলে, নিজে উপার্জন করুন।”

কর্নাটক হাই কোর্টে মামলা উঠেছে বিচারপতি ললিতা কান্নেগন্তির বেঞ্চে। মামলাকারী দাবি করেন, যেহেতু স্বামী মোটা অঙ্কের অর্ত উপার্জন করেন, মাসে ছয় লাখ টাকারও বেশি খরচ হয় তাঁর। এই কারণে কমপক্ষে প্রতি মাসে ৬ লক্ষ ১৬ হাজার ৩০০ টাকা করে দিতেই হবে তাঁকে। উল্লেখ্য, নিম্ন আদালত খোরপোশের অঙ্ক মাসে ৫০ হাজার টাকা ধার্য করেছিল। সেই অর্থে সন্তুষ্ট হননি মহিলা। খোরপোশের অঙ্ক বাড়াতেই কর্নাটক হাই কোর্টে মামলা করেন তিনি।

Advertisement

 

[আরও পড়ুন: ‘কাকে বাঁচাতে চাইছেন সন্দীপ? অভিসন্ধি কী?’, প্রশ্ন সুপ্রিম কোর্টের]

আদালতকে চমকে দিয়ে শুনানিতে মামলাকারীর আইনজীবী জানান, পুষ্টিকর খাবার, দামি পোশাক, প্রসাধনী ও চিকিৎসা খরচের জন্য প্রতি মাসে ৬ লাখ টাকাই দিতে হবে মক্কেলকে। উত্তরে উষ্মা প্রকাশে করে বিচারপতি বলেন, “আদালত বাজার নয়, যে মামলাকারীরা দরদাম করার জন্য এখানে আসবেন।” বিচারপতি ললিতা কান্নেগন্তি সাফ জানান, স্বামীর উপার্জনের উপর খোরপোশ পরিমাণ নির্ভর করে না। “একা একজন মহিলা কী ভাবে নিজের জন্য প্রতি মাসে এত টাকা খরচ করেন? এত টাকা খরচ করতে চাইলে, তাঁর নিজের উপার্জন করা উচিত।” মামলাকারী মহিলাকে খরচের সঠিক হিসাব দেওয়ার জন্য আরও একবার সুযোগ দিয়েছে কর্নাটক হাই কোর্ট।

 

[আরও পড়ুন: আর জি করের নির্যাতিতার শরীরে ১৫০ গ্রাম সিমেন! প্রশ্ন করে ‘সুপ্রিম’ তোপে সিবিআই আইনজীবী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement