সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশেই প্রতিনিয়ত বেড়ে চলেছে দুর্নীতি। মাঝেমধ্যেই সেগুলি খবরের শিরোনামে উঠে আসে। আবার অনেকসময় ধামাচাপা দেওয়ারও চেষ্টা হয়। আর দেশ থেকে দুর্নীতি দূর করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত নভেম্বরে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু জানেন কি ২০১৭ সালে এখনও পর্যন্ত দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য কোনটি? উত্তর হল কর্নাটক। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সমীক্ষা অনুযায়ী, দক্ষিণের এই রাজ্যটিই সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত। কর্নাটকের পরেই স্থান পেয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীর ও পাঞ্জাব। উল্টোদিকে, হিমাচল প্রদেশে, কেরল এবং ছত্তিশগড় সবথেকে কম দুর্নীতিগ্রস্ত রাজ্য।
‘সেন্টার ফর মিডিয়া স্টাডিজ’-এর সমীক্ষা অনুযায়ী, কর্নাটকেই যেকোনও সরকারি কাজের জন্য সবচেয়ে বেশি ঘুষ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে সেখানকার সাধারণ মানুষের। দেশজুড়ে ২০টি রাজ্যে এই সমীক্ষা করা হয়েছে। গ্রাম এবং শহর মিলিয়ে প্রায় ৩০০০ জন এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন। জানা গিয়েছে, এক তৃতীয়াংশ মানুষই জানিয়েছেন যেকোনও সরকারি কাজে তাঁদের ঘুষ দিতে হয়েছে। অথচ ২০০৫ সালে অপর একটি সমীক্ষায় ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন এরকম মানুষের সংখ্যা ছিল ৫৩ শতাংশ।
রিপোর্টে জানা গিয়েছে, ২০১৭ সালেই ২০টি রাজ্যে মোট ৬ হাজার ৩৫০ কোটি ঘুষ দেওয়া হয়েছে। এর আগে গোটা ২০০৫ সালে খরচ হয়েছিল ২০ হাজার ৫০০ কোটি টাকা। তবে অনেকেই মনে করছেন, প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের প্রভাব কিছুটা হলেও পড়েছে দুর্নীতিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.