সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের মুখ ঢাকা বিজ্ঞাপনে! বেঙ্গালুরুর (Bengaluru) পথে পথে বড় বড় ফ্লেক্স আর হোর্ডিং। অথচ তার একটা বড় অংশ অবৈধ। পৌরসভার নাকের ডগায় এই কাজ চলছে। এমন কাণ্ডে ক্ষুব্ধ কর্নাটক হাই কোর্ট (Karnataka High Court) ভর্ৎসনা করল পৌর প্রশাসনকে। বিচারপতিদের তোপ, শহরের এক নম্বর শত্রু খোদ বৃহৎ বেঙ্গালুরু নগর পালিকা (BBMP)। আদালতের এমন মন্তব্যে অস্বস্তিতে পড়েছেন পৌরকর্তারা।
কর্নাটক হাই কোর্টের দুই বিচারপতির বেঞ্চ পৌরসভাকে কড়া নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, অবিলম্বে শহরের সমস্ত ফ্লেক্স এবং হোর্ডিংগুলির একটি বিস্তৃত সমীক্ষা করতে হবে। সমীক্ষার উদ্দেশ্য হল, অনুমোদন ছাড়া কতগুলি হোর্ডিং স্থাপন করা হয়েছে, তার তালিকা তৈরি করা। হাই কোর্টের প্রধান বিচারপতি প্রসন্ন বি ভারালে এবং বিচারপতি কৃষ্ণা এস দিক্ষিতের নির্দেশ, আগামী ২৮ দিনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে।
আদালতের পর্যবেক্ষণ, পৌরসভার গাফিলতিতেই অবৈধ বিলবোর্ডের বাড়বাড়ন্ত হয়েছে শহরে। বিবিএমপির ত্রুটির কারণে বিজ্ঞাপন থেকে হারানো করের বোঝা শেষ পর্যন্ত জনগণের উপরে চাপছে। বিচারপতিরা বক্তব্য, একদিকে যখন অবৈধ হোর্ডিংয়ের জন্য কোটি টাকার কর নষ্ট হচ্ছে, তখন অর্থাভাবে নগারিকদের পরিষেবা দিতে পারছে না প্রশাসন। অবৈধ হোর্ডিংয়ের কারণে শহরের দৃশ্যদূষণের কথাও উল্লেখ করেছে কর্ণাটক হাই কোর্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.