Advertisement
Advertisement

Breaking News

Karnataka

‘শহরের এক নম্বর শত্রু’, পুরসভাকে নজিরবিহীন ভর্ৎসনা আদালতের

শহরে বেআইনি হোর্ডিংয়ের বাড়বাড়ন্তে ক্ষুব্ধ বিচারপতিরা।

Karnataka High Court slams, City's No. 1 enemy is Bengaluru civic body | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 12, 2023 4:06 pm
  • Updated:October 12, 2023 4:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের মুখ ঢাকা বিজ্ঞাপনে! বেঙ্গালুরুর (Bengaluru) পথে পথে বড় বড় ফ্লেক্স আর হোর্ডিং। অথচ তার একটা বড় অংশ অবৈধ। পৌরসভার নাকের ডগায় এই কাজ চলছে। এমন কাণ্ডে ক্ষুব্ধ কর্নাটক হাই কোর্ট (Karnataka High Court) ভর্ৎসনা করল পৌর প্রশাসনকে। বিচারপতিদের তোপ, শহরের এক নম্বর শত্রু খোদ বৃহৎ বেঙ্গালুরু নগর পালিকা (BBMP)। আদালতের এমন মন্তব্যে অস্বস্তিতে পড়েছেন পৌরকর্তারা।

কর্নাটক হাই কোর্টের দুই বিচারপতির বেঞ্চ পৌরসভাকে কড়া নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, অবিলম্বে শহরের সমস্ত ফ্লেক্স এবং হোর্ডিংগুলির একটি বিস্তৃত সমীক্ষা করতে হবে। সমীক্ষার উদ্দেশ্য হল, অনুমোদন ছাড়া কতগুলি হোর্ডিং স্থাপন করা হয়েছে, তার তালিকা তৈরি করা। হাই কোর্টের প্রধান বিচারপতি প্রসন্ন বি ভারালে এবং বিচারপতি কৃষ্ণা এস দিক্ষিতের নির্দেশ, আগামী ২৮ দিনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে।

Advertisement

[আরও পড়ুন: বিয়ে এবং সামাজিক অনুষ্ঠানের জন্য বদলে গেল রাজস্থানের ভোটের দিন! সিদ্ধান্ত কমিশনের]

আদালতের পর্যবেক্ষণ, পৌরসভার গাফিলতিতেই অবৈধ বিলবোর্ডের বাড়বাড়ন্ত হয়েছে শহরে। বিবিএমপির ত্রুটির কারণে বিজ্ঞাপন থেকে হারানো করের বোঝা শেষ পর্যন্ত জনগণের উপরে চাপছে। বিচারপতিরা বক্তব্য, একদিকে যখন অবৈধ হোর্ডিংয়ের জন্য কোটি টাকার কর নষ্ট হচ্ছে, তখন অর্থাভাবে নগারিকদের পরিষেবা দিতে পারছে না প্রশাসন। অবৈধ হোর্ডিংয়ের কারণে শহরের দৃশ্যদূষণের কথাও উল্লেখ করেছে কর্ণাটক হাই কোর্ট।

[আরও পড়ুন: বিহারে ট্রেন দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৪, আহত বহু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement