Advertisement
Advertisement
Karnataka High Court

বউয়ের পরকীয়ায় স্বামী আত্মঘাতী হলে দায় স্ত্রীর নয়, মন্তব্য হাই কোর্টের

নিম্ন আদালতের রায় খারিজ করে অভিযুক্তকে বেকসুর খালাস দিল সিঙ্গল বেঞ্চ।

Karnataka High Court: if husband kills himself allegedly due to his wife's relationship can't be a ground to convict

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:November 9, 2024 6:12 pm
  • Updated:November 9, 2024 6:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরকীয়া সম্পর্কে জড়িয়েছে স্ত্রী। এই কারণে যদি স্বামী আত্মঘাতী হন, তার দায় কোনওভাবেই বর্তায় না স্ত্রীর উপরে। এমনটাই জানাল কর্নাটক হাই কোর্ট। এক মহিলার বিরুদ্ধে স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই মামলার রায়েই এমন মন্তব্য উচ্চ আদালতের। যদিও নিম্ন আদালত ওই মহিলাকে দোষী সাব্যস্ত করেছিল। সেই রায় খারিজ করে দিয়েছে বিচারপতি শিবশংকর অমরান্নভরের সিঙ্গল বেঞ্চ।

অভিযোগ, পরকীয়ায় জড়িয়ে পড়ার পর স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেন অভিযুক্ত মহিলা। তাঁকে ভর্ৎসনা করে মরতে বলেন তিনি। এর পরই আত্মহননের পথ বেছে নেন ওই ব্যক্তি। মৃতের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করলে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলাও রুজু করে পুলিশ। গ্রেপ্তারও হতে হয় অভিযুক্ত মহিলা ও তাঁর পুরুষ সঙ্গীকে। নিম্ন আদালত তাঁকে দোষী সাব্যস্তও করে। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করেন তিনি। অবশেষে সেই রায় খারিজ করে অভিযুক্ত মহিলাকে বেকসুর খালাসের রায় দিয়েছে হাই কোর্ট।

Advertisement

এদিন সিঙ্গল বেঞ্চের তরফে জানানো হয়, ওই মহিলা তাঁর স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেন এমন কোনও প্রমাণ আদালতে পেশ করতে পারেনি অভিযোগকারী পক্ষ। কেবলমাত্র ”যাও, গিয়ে মরো” বলায় এটা প্রমাণিক হয় না যে অভিযুক্ত সত্যিই আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। এই যুক্তি গ্রহণযোগ্য নয় বলেই জানানো হয় আদালতের তরফে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement