Advertisement
Advertisement

প্রতিশ্রুতি রেখে কর্ণাটকে কৃষিঋণ মকুবে কল্পতরু কুমারস্বামী

চ্যালেঞ্জ নিলেন কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী৷

Karnataka govt waives off farmer loan, hikes petrol-diesel prices
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 5, 2018 4:19 pm
  • Updated:July 5, 2018 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রীর ফিটনেস চ্যালেঞ্জের জবাবে তিনি বলেছিলেন, রাজ্যকে ফিট করে তোলাই তাঁর একমাত্র লক্ষ্য৷ তা যে স্রেফ কথার কথা নয় বাজেটেই তা বুঝিয়ে দিলেন এইচডি কুমারস্বামী৷ বহু নাটকের শেষে, কংগ্রেসের বদান্যতায় কুরসিতে বসেছিলেন৷ কিন্তু এরপর চ্যালেঞ্জ নিতে পারবেন তো৷ এ প্রশ্নের উত্তর দিয়েই যেন কুমারস্বামী দেখালেন তিনি চ্যালেঞ্জ নিতে পারেন৷ বাজেটে ৩৪ হাজার কোটি টাকা কৃষিঋণ মকুবের ঘোষণা করলেন তিনি৷

[  কোন রঙের অন্তর্বাস পরবে ছাত্রীরা? ঠিক করে দিয়ে বিতর্কে স্কুল কর্তৃপক্ষ ]

Advertisement

মুখ্যমন্ত্রী হওয়ার পরই এই চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তিনি৷ বিজেপির তরফ থেকে সাফ জানানো হয়েছিল, মুখ্যমন্ত্রী হয়ে কৃষিঋণ মকুব করতে না পারলে কুমারস্বামীর গ্রহণযোগ্যতাই প্রশ্নের মুখে পড়বে৷ নির্বাচনের আগে কৃষকদের প্রতি বঞ্চনাই বিজেপির বিরুদ্ধে তুরুপের তাস ছিল তাদের৷ সুতরাং এই ক্ষেত্রে যে জোর দিতে হবে তা তাঁর থেকে ভাল আর কেউ জানতেন না৷ প্রত্যাশামতোই এবার বাজেটে কৃষকদের ঋণ মকুবে কল্পতরু হলেন কুমারস্বামী৷ ব্যক্তিগত ক্ষেত্রে ঋণ মকুবের সীমা ২ লক্ষ টাকা করে দিয়েছেন তিনি৷ তাঁর দাবি, এর ফলে প্রায় ৩৪ হাজার কোটি টাকা ঋণ মকুব হবে৷ উপকৃত হবেন কৃষকরা৷

তবে পেট্রোপণ্যের দামের ক্ষেত্রে অবশ্য রেহাই মিলল না৷ যেখানে রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকেই৷ দাম নিয়ন্ত্রণে কেন্দ্র এখনও কোনও সদর্থক পদক্ষেপ করেনি৷ তবে কেরল সরকার ব্যক্তিগত উদ্যোগে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছল৷ সে পথে অবশ্য কুমারস্বামী হাঁটলেন না৷ বরং সে রাজ্যে মহার্ঘই হচ্ছে পেট্রল-ডিজেল৷ মূলত কৃষিদরদী ভাবমূর্তিটিই তুলে ধরলেন কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement