সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাঁরা শৃঙ্খলার পাঠ দেবেন পড়ুয়াদের, সেই শিক্ষকরাই ভাঙছেন নিয়ম! দেরিতে স্কুলে আসা, সময়ের আগে চলে যাওয়া-সহ উঠছে একাধিক অভিযোগ। সেই সব ‘ফাঁকিবাজ’ শিক্ষকদের শায়েস্তা করত তৎপর হয়েছে কর্ণাটকের (Karnataka) কংগ্রেস সরকার। এবার থেকে শিক্ষকদের লাইভ লোকেশন জানাতে হবে ব্লক শিক্ষা কর্তার হোয়াটসঅ্যাপে। যার মাধ্যমে নিশ্চিত করা হবে, কাজের সময় তাঁরা স্কুলেই রয়েছেন কি না।
কর্ণাটকে ক্ষমতায় এসেই শিক্ষাক্ষেত্রে সংস্কারে মন দিয়েছে কংগ্রেস সরকার। গত মাসে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) দু’বার শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের অন্যতম বিষয় ছিল শিক্ষা ব্যবস্থাকে গেরুয়া মুক্ত করা। পাশাপাশি শিক্ষকদের শৃঙ্খলা ও দায়বদ্ধতায় জোর দেওয়া হয়েছে। সেই সূত্রেই হোয়াটসঅ্যাপ মাধ্যমে ব্লক শিক্ষা কর্তার কাছে শিক্ষকদের লাইভ লোকেশন জানানোর নিয়ম আনা হচ্ছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে এই নিয়ম নিজের বল্কে লাগু করেছিলেন কর্ণাটকের গুলবার্গা ব্লকের শিক্ষা কর্তা। তাঁর এলাকার ২০৭টি স্কুলে ওই নিয়ম চালু হয়। যদিও তা বাধ্যতামূলক করেননি তিনি। তবে বিষয়টি পছন্দ হয় সরকারের। ফলে ওই নিয়ম এবার গোটা রাজ্যে চালু করার কথা ভাবছে রাজ্যের শিক্ষা দপ্তর।
জানা গিয়েছে, নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে জাতীয় সঙ্গীত এবং কর্নাটকের নিজস্ব প্রার্থনা সঙ্গীত গাওয়ার পর সংবিধানের প্রস্তাবনার মূল অংশ পাঠ করানো হবে ক্লাস শুরু আগে। সেই সময় স্কুলে সমস্ত শিক্ষকের উপস্থিতি একান্তভাবে বাঞ্ছনীয়। তা যাতে নিশ্চিত হয়, সেই কারণেই লাইভ লোকেশনের ভাবনা। উল্লেখ্য, বিজেপি সরকারের আমলে অনলাইনে হাজির দেওয়ার নিয়ম হয়েছিল। যদিও তাতেও ‘ফাঁকিবাজ’ শিক্ষকদের শায়েস্তা করা যায়নি বলেই অভিযোগ। এই পরিস্থিতিতেই নয়া ভাবনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.