সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাচ্চাদের স্কুলব্যাগের ওজন কত হবে তা নিয়ে ২০১৯ সালে একটি নির্দেশিকা জারি করেছিল কর্ণাটক সরকার। বুধবার সেই নির্দেশিকাই পুনরায় জারি করা হল। ব্লক স্তরের সমস্ত শিক্ষা আধিকারিকদের কঠোরভাবে তা মেনে চলার নির্দেশ দিল রাজ্য সরকার।
প্রসঙ্গত, স্কুলব্যাগের অতিরিক্ত ওজনের প্রভাব ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের উপর পড়ে। যার ফলে অল্প বয়স থেকেই তাদের শিরদাঁড়া ও অন্যান্য শারীরিক সমস্যা দেখা যায়। সেই কারণে কর্ণাটক সরকার ডক্টর ভিপি নিরঞ্জনারাধ্যের সুপারিশে একটি কমিটি গঠন করেছিল। ব্যাগের ওজন সংক্রান্ত বিষয় নানা পর্যবেক্ষণের পর এই কমিটি ২০১৮-২০১৯ সালের মধ্যে তাদের রিপোর্ট পেশ করেছিল। ২০১৯ সালে সরকারি ভাবে কর্ণাটক সরকার সমস্ত স্কুলগুলিকে নির্দেশিকা দিয়ে জানায়, স্কুলব্যাগের ওজন যেন শিক্ষার্থীর ওজনের দশ শতাংশের বেশি না হয়।
এবার সেই নির্দেশিকাই বিবেচনা করে পুনরায় জারি করা হল। নতুন নির্দেশিকা অনুসারে, স্কুল ব্যাগের সর্বাধিক ওজন শিক্ষার্থীর ওজনের পনেরো শতাংশের বেশি হওয়া উচিত হয়। প্রথম থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত দেড় থেকে দুই কেজি, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দুই থেকে তিন কেজি, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন থেকে চার কেজি এবং নবম থেকে দশম শ্রেণিপর্যন্ত চার থেকে পাঁচ কেজির মধ্যে ব্যাগের ওজন থাকা উচিত। নির্দেশিকায় এটাও বলা হয়েছে, সপ্তাহে একদিন কিংবা শনিবারে স্কুল যেন ‘নো ব্যাগ ডে’ উদযাপন করে।
চলতি বছরের এপ্রিল মাসে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ঘোষণা করেছিল, এই পদক্ষেপ শিক্ষার্থীদের স্কুল ব্যাগের ওজনের যে সমস্যা তার সমাধান করতে সুবিধা হবে। বিআইএসের প্রধান পরিচালকও এই বিষয় বলেন, সংঠনের পক্ষ থেকে খুব শীঘ্রই গবেষণা শুরু করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.