সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্ষয় কুমার অভিনীত ‘স্পেশাল ২৬’ সিনেমা হলেও বাস্তব দ্বারা অনুপ্রাণিত। এবার প্রমাণ হল কর্নাটকে। সেখানে এক সম্ভ্রান্ত বিড়ি ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ৩০ লক্ষ টাকা ‘বাজেয়াপ্ত’ করলেন ভুয়ো ইডি আধিকারিকরা। ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করেন বিড়ি ব্যবসায়ী। তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত প্রতারকদের খবর মেলেনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার। গত ৩ জানুয়ারি মেঙ্গালুরু সিঙ্গারি বিড়ি ওয়ার্কস কোম্পানির মালিক হাজি এন সুলেমনের বাড়িতে ছয় প্রতারক হাজির হন। ভুয়ো পরোয়ানা দেখিয়ে বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করেন প্রতারকরা। এরপরই ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেন তাঁরা। প্রতারকরা জানান, বেঙ্গালুরুর ইডি অফিসে গিয়ে উপযুক্ত নথি দেখিয়ে ওই টাকা ফেরত নিতে হবে। ব্যবসায়ী-সহ সকলের ফোন বাজেয়াপ্ত করে নেওয়া হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরে হাজি এন সুলেমন ইডি অফিসে গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারেন, তাঁরা কোনও অভিযানে যাননি। যা শুনে মাথায় হাত পড়ে ব্যবসায়ীর। পুলিশে অভিযোগ জানান তিনি। নগদ টাকা ছাড়াও গয়না বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করেন। তদন্ত শুরু হলেও এখনও হদিশ নেই প্রতারকদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.