Advertisement
Advertisement
Karnataka

‘তামিলনাড়ুকে বেশি জল নয়’, কাবেরী জলবণ্টন নিয়ে কর্ণাটকে রাতভর বিক্ষোভ কৃষকদের

কাবেরীর জলবণ্টন নিয়ে দুই রাজ্যের বিবাদ বহুদিনের।

Karnataka farmers protest for Cauvery water's release to Tamil Nadu। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 31, 2023 8:59 am
  • Updated:August 31, 2023 9:00 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তালিমনাড়ুকে বেশি জল দেওয়া যাবে না’। কাবেরীর জলবণ্টন নিয়ে এই দাবিতে রাতভর কর্ণাটকে বিক্ষোভ কৃষকদের।

গত শুক্রবার কাবেরীর জলবন্টন মামলায় নিয়ে সুপ্রিম কোর্ট কাবেরী জল ব্যবস্থাপনা কমিটির কাছে রিপোর্ট তলব করে। এরপরই কমিটির তরফে নির্দেশ দেওয়া হয়, আগামী ১৫ দিন  তামিলনাড়ুকে প্রতিদিন ৫০০০ কিউসেক জল দেওয়া হবে। কমিটির এই সিদ্ধান্তের পরই ক্ষোভে ফেটে পড়ে কন্নর কৃষক সংগঠনগুলি। তাদের অভিযোগ, তামিলনাড়ুকে বেশি জল দেওয়া হলে তার প্রভাব পড়বে রাজ্যে। চাষবাসের ক্ষতি হবে। এর জেরেই বুধবার উত্তপ্ত হয়ে ওঠে কর্ণাটকের মান্ড্য জেলা। রাতভর সেখানে বিক্ষোভ দেখান কৃষকরা।

Advertisement

[আরও পড়ুন: বিরোধী বধে ‘টার্মিনেটর’ অবতার মোদির! পোস্টার প্রকাশ বিজেপির]

উল্লেখ্য, কাবেরীর জলবণ্টন নিয়ে দুই রাজ্যের মধ্যে বিবাদ বহুদিনের। এর আগেও কাবেরী নদীর জল ছাড়া নিয়ে শীর্ষ আদালতের দারস্থ হয়েছিল তামিলনাড়ু। নদী কারও একার নয়। কোনও রাজ্য নদীর জলের অধিকার একা নিতে পারে না। ২০১৮ সালে কাবেরী নদীর জলবণ্টন মামলা নিয়ে এমনই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট।

একইসঙ্গে, সেবছর তামিলনাড়ুর কাবেরীর জলের ভাগ কমিয়ে দিয়ে বাড়ানো হয়েছিল কর্ণাটকের জলের পরিমাণ। বেঙ্গালুরুতে জলের চাহিদা বাড়ায় ১৪.৭৫ হাজার মিলিয়ন কিউবিক ফিট (টিএমসিএফটি) কাবেরীর জল অতিরিক্ত দেওয়া হয় কর্ণাটক। গত এক দশক ধরে কাবেরীর জলবণ্টন নিয়ে তামিলনাড়ু ও কর্ণাটকের বিবাদ চলছে।

[আরও পড়ুন: জামিনে মুক্ত নুহ হিংসার অন্যতম মুখ ‘গোরক্ষক’ বিট্টু বজরঙ্গি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement