সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের কাবেরী নদীর জলবন্টন নিয়ে যে রায় ঘোষণা হয়েছিল তা কেন্দ্র করে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছিল কর্নাটক৷ বেঙ্গালুরুতে তামিলনাড়ুর বাস জ্বালিয়ে দেওয়া হয়েছিল বেশ কয়েকটি৷ ১২ সেপ্টেম্বর প্রতিবাদ ভয়ংকর চেহারা নেয়, একসাথে ৪২টি বাসে আগুন লাগিয়ে দাঙ্গার পরিবেশ সৃষ্টি করা হয়৷ আজ ফের কাবেরী সমস্যা নিয়ে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে৷ তাই গোটা কর্নাটককে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে৷
বেঙ্গালুরু ও পার্শ্ববর্তী স্পর্শকাতর এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে যেকোনও পরিস্থিতির সঙ্গে যুঝতে তারা তৈরি থাকে৷ কোনওভাবেই ১২ সেপ্টেম্বরের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই দিকেই নজর কর্নাটক পুলিশ প্রশাসনের৷
নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকায় সিসিটিভি বসানো হয়েছে এবং ১৪৪ ধারা জারি করা হয়েছে বিশেষ এলাকায়৷ সোমবারই নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা আলোচনা সেরে নিয়েছিলেন৷ ফলে সকাল থেকেই মাঠে নেমে পড়েছে পুলিশবাহিনী৷ বিভিন্ন এলাকায় প্রতিবাদীদের অনুরোধ করা হয়েছে শান্তি বজায় রাখতে৷
এছাড়াও আজ সারাদিন মদ বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে কর্নাটকে৷ সকাল ৬টা থেকে রাত ১টা পর্যন্ত কোনও মদের দোকান খোলা হবে না বলেই বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন৷ গোটা কর্নাটক জুড়েই কোনও ধরনের উত্তেজনা না ছড়ানোর প্রচেষ্টা করছে কর্নাটক সরকার৷
যদিও সূত্রের খবর, কর্নাটকে ইতিমধ্যেই মাটি খেয়ে ফের প্রতিবাদে সরব হয়েছে একটি প্রতিবাদী সংগঠন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.