Advertisement
Advertisement

Breaking News

Karnataka Elections 2023

কর্ণাটকে ভোটের পর ভোটাররা পাবেন বিনামূল্যের খাবার, অনুমতি দিল হাই কোর্ট

রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ খারিজ করল আদালত।

Karnataka Elections 2023: HC permits serving free food after voting। Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:May 10, 2023 10:37 am
  • Updated:May 10, 2023 10:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে (Karnataka) শুরু হয়ে গিয়েছে ভোটদান। সকাল থেকেই উৎসবের মেজাজে চলছে ভোট প্রক্রিয়া। ৭টা থেকে বুথে বুথে লম্বা লাইন। সন্ধে ৬টা পর্যন্ত চলবে ভোটদান। এদিকে মঙ্গলবারই কর্ণাটক হাই কোর্ট অনুমতি দিয়েছে ভোটদানের পর ভোটারদের বিনামূল্যে খাবার পরিবেশনের প্রস্তাবে। ভোটদানে উৎসাহ দিতেই এই নির্দেশ আদালতের। রাজ্যের বিভিন্ন হোটেল এই ধরনের অফার দিয়েছে।

এর আগে ভোটের দিন (Karnataka Elections 2023) হোটেলগুলির দেওয়া এমন অফারে ব্রুহাৎ বেঙ্গালুরু মহানগরা পালিকে তথা বিবিএমপি বিনামূল্যে খাবার পরিবেশনে নিষেধাজ্ঞা জারি করেছিল। রাজ্য়ের নির্বাচন কমিশনও হোটেলগুলিকে সতর্ক করেছিল এই ধরনের ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার। এরপরই হোটেল মালিকের সংগঠন ও বেঙ্গালুরুর নিস্বর্গ গ্র্যান্ড হোটেলের মালিকরা আদালতের দ্বারস্থ হন। হাই কোর্ট বিবিএমপি ও রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশকে বাতিল করে অনুমতি দিয়েছে বিনামূল্যে খাদ্য সরবরাহের। তবে আদালত জানিয়ে দিয়েছে, ভোটদানের আগে কাউকেই এই খাবার দেওয়া যাবে না। কেবলমাত্র আঙুলে কালির দাগ দেখে তবেই খাবার দেওয়া যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: দিঘার ব্যাংকে ঢুকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের চেষ্টা বাংলাদেশি যুবকের, পাকড়াও পুলিশ]

জানা যাচ্ছে, খাবারের পাশাপাশি শীতল পানীয়ও পরিবেশন করা হবে ভোটারদের। খাবারের মধ্যে থাকছে বাটার ধোসা, মাইসুরু পাক (মিষ্টান্ন)। প্রথমবার ভোট দিলেন যাঁরা, সেই ভোটারদের মধ্যে প্রথম ১০০ জনকে দেওয়া হবে বিনামূল্য়ে সিনেমার টিকিটও। রাজ্যের বহু হোটেলই ভোটারদের জন্য এই অফার দিয়েছে।

[আরও পড়ুন: লেখিকাকে ধর্ষণে মার্কিন আদালতে দোষী সাব্যস্ত ট্রাম্প, জরিমানা ৪১০ কোটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement