Advertisement
Advertisement
Karnataka Election

কোনও জোট নয়, কর্ণাটকে একাই ক্ষমতায় ফিরবে কংগ্রেস, দাবি শিবকুমারের

ডবল ইঞ্জিন সরকার ফিরছে, দাবি বিজেপিরও।

Karnataka Election: No post-poll alliance with JDS, says Congress | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 10, 2023 5:15 pm
  • Updated:May 10, 2023 5:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনওরকম কোনও জোটের প্রয়োজন নেই। কর্ণাটকে একাই ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস। ভোটের দিনই জোরাল দাবি করলেন কংগ্রেসের দুই শীর্ষ প্রদেশ নেতা সিদ্ধারামাইয়া এবং ডিকে শিবকুমার। সিদ্ধারামইয়ার দাবি, কর্ণাটকে ৬০ শতাংশ ভোট পাচ্ছে কংগ্রেস। ডিকে শিবকুমারও (DK Shivakumar) বলছেন, কংগ্রেসের ক্ষমতায় ফেরা শুধু সময়ের অপেক্ষা। কারও সঙ্গে কোনওরকম জোটেরও প্রয়োজন নেই।

২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৩। গত বিধানসভা নির্বাচনে বিজেপি সর্বোচ্চ ১০৪ আসন পেলেও কংগ্রেস এবং জেডিএস (JDS) জোট বেঁধে সরকার গঠন করে। পরে অবশ্য সেই জোট ভাঙিয়ে ক্ষমতায় প্রত্যাবর্তন করে বিজেপি। এবারেও কর্ণাটকের ফলাফল ত্রিশঙ্কু হওয়া অসম্ভব নয়। অন্তত জেডিএসের দাবি, তারা আবারও কিংমেকার হতে চলেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার (HD Deve Gowda) দল এখনও বিজেপি এবং কংগ্রেস দুই শিবিরের সঙ্গেই জোটের রাস্তা খোলা রাখছে।

Advertisement

[আরও পড়ুন: BJP অফিসের বাইরে উপড়ে ফেলা হল রাজীব-ইন্দিরার মূর্তি! বিরোধীদের রোষানলে গেরুয়া শিবির]

কংগ্রেস অবশ্য পুরোপুরি নিজের দমে সরকার গড়ার ব্যাপারে আশাবাদী। প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার যেমন বলছেন,”আমাদের কারও সঙ্গে জোটের প্রয়োজন নেই। জেডিএসের সঙ্গে জোট গড়ার প্রশ্নই নেই। আমরা একাই সরকার গড়ব।” শিবকুমারের থেকেও বেশি আত্মবিশ্বাসী প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তিনি বলছেন,”কর্ণাটকে কংগ্রেস ৬০ শতাংশ ভোট পাবে। কংগ্রেস (Congress) একাই ১৩০-১৫০টি আসন পেতে চলেছে।”

[আরও পড়ুন: যোগীরাজ্যে বঞ্চিত সরকারি কর্মীরা! কেন্দ্রীয় হারে ডিএ’র দাবিতে আন্দোলনের ডাক]

হাত শিবিরের মতো আত্মবিশ্বাস দেখাচ্ছে বিজেপিও (BJP)। প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার কংগ্রেসকে জবাব, কর্ণাটকে ৩৮ বছরের প্রথা ভেঙে বিজেপি এবার কর্ণাটকে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে। নির্মলা সীতারমণ, সিটি রবিরাও বলছেন, বিজেপির ডবল ইঞ্জিন সরকারের উপর মানুষের আস্থা আছে। বিজেপি ফিরছেই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement