সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরে দক্ষিণের রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। এই অবস্থায় ডেঙ্গুকে মহামারী বলে ঘোষণা করল কর্নাটক সরকার। কর্নাটক মহামারি আইন, ২০২০ আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্নাটক সরকার যে বিবৃতি দিয়েছে, তাতে বলা হয়েছে যে বসতবাড়ি হোক বা দোকান কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান, সবখানেই নির্দিষ্ট স্বাস্থবিধি মেনে চলতে হবে। না মানলে জরিমানা হবে।
সরকারি হিসাবে চলতি বছরে কর্নাটকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫০০ ছাপিয়ে গিয়েছে। তবে এখনই ডেঙ্গি আক্রন্ত হয়ে মৃতের সংখ্যা উদ্বেগের পর্যায় পৌঁছায়নি। তার পরেও বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ কর্নাটকের কংগ্রেস সরকার। সেই কারণেই মঙ্গলবার এক বিবৃতি দিয়ে ডেঙ্গুকে মহামারি বলে ঘোষণা করা হয়েছে। এইসঙ্গে নাগরিক সচেতনতায় লম্বা নির্দেশিকা জারি হয়েছে।
Government of Karnataka notifies Dengue fever, including severe forms of Dengue fever as an Epidemic Diseases in the state and makes regulations to amend the Karnataka Epidemic Diseases Regulations 2020 pic.twitter.com/OZZRGMqTXP
— ANI (@ANI) September 3, 2024
সরকারি বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, মশা কোথাও বংশ বিস্তার করছে কিনা সেই বিষয়ে প্রশাসনের পাশাপাশি নজর রাখতে হবে নাগরিকদেরও। জমা জল রাখা যাবে না কোনও পাত্রে বা অন্য কোথাও। যেহেতু সেখানে মশা ডিম পাড়ে। আরও বলা হয়েছে, নির্দেশিকা না মানলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। বসতবাড়ির ক্ষেত্রে শহর এলাকায় জরিমানার পরিমাণ ৪০০ টাকা। গ্রামীণ এলাকায় জরিমানা হবে ২০০ টাকা। অন্যদিকে বাণিজ্যিক ভবনগুলির ক্ষেত্রে শহরে জরিমানা ১০০০ টাকা, গ্রামে তা ৫০০ টাকা। সব মিলিয়ে উদ্বেগ বাড়ছে সিদ্দারামাইয়ার রাজ্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.