Advertisement
Advertisement

Breaking News

Karnataka cop

বেআইনি ভাবে বালি পাচারে বাধা দেওয়ার ‘শাস্তি’, মাফিয়ার ট্রাকের ধাক্কায় মৃত্যু পুলিশের

ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Karnataka cop crushed to death by sand mafia truck, driver held | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:June 16, 2023 2:51 pm
  • Updated:June 16, 2023 2:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে বেআইনি কাজ আটকাতে গিয়ে ভয়ংকর পরিণতি হল এক পুলিশ কনস্টেবলকে। বালি মাফিয়ার ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তাঁর। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

কর্ণাটকের (Karnataka) কালাবুর্গি জেলার নারায়ণপুরা গ্রামে বৃহস্পতিবার ভয়াবহ ভাবে প্রাণ হারাতে হল মৌর্য নামের এক পুলিশ কনস্টেবলকে। জানা গিয়েছে, নেলোগি থানার কনস্টেবল বছর একান্নর মৌর্য বালি ভরতি ট্রাকটিকে চেক পোস্টে আটকানোর চেষ্টা করেন। কারণ তিনি জানতে পেরেছিলেন যে ওই ট্রাকে বেআইনি ভাবে বালি পাচার করা হচ্ছিল। কিন্তু ট্রাকটিকে আটকাতে গেলেই ঘটে বিপত্তি। মৌর্যকে পিষে দিয়ে চলে যায় ট্রাকের চালক সিদ্দানা।

Advertisement

[আরও পড়ুন: ‘গোপন কমিটির সিদ্ধান্ত’, বিবিসির ডকুমেন্টারি নিষিদ্ধ করা নিয়ে সাকেতের প্রশ্ন এড়িয়ে গেল কেন্দ্র?]

অভিযুক্ত সিদ্দানার বিরুদ্ধে মামলা দায়ের করে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে সিদ্দানা। সে পুলিশকে জানায়, কনস্টেবল মৌর্য বেআইনি ভাবে বালি পাচার আটকানোর চেষ্টা করেন বলেই সে মৌর্যর উপর দিয়ে ট্রাক চালিয়ে দেয়। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেন কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। পুলিশকে নির্দেশ দিয়ে তিনি বলেন, বেআইনি বালি পাচার রুখতে কড়া পদক্ষেপ করতে হবে।

তাঁর কথায়, “বেআইনি বালি পাচারের রমরমা রুখতে আমি আরও একবার পুলিশকে কড়া নির্দেশ দিয়েছি। গোটা ঘটনার তদন্ত করতে বলা হয়েছে।” পুলিশ কনস্টেবলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বেআইনি কারবার রুখতে যেভাবে পুলিশকেই প্রাণ হারাতে হল, তা থেকে শিক্ষা নিয়ে কড়া পদক্ষেপ করতে পারে পুলিশ ও প্রশাসন বলেই খবর।

[আরও পড়ুন: মনোনয়নে রণক্ষেত্র চোপড়া কার্যত বিরোধী শূন্য, পঞ্চায়েতের ২১৭ টি আসনই ‘বিনাযুদ্ধে’ জয়ী তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement