Advertisement
Advertisement
Congress

মমতা দিচ্ছেন ৫০০, কর্ণাটকে জিততে মহিলাদের ২০০০ টাকা ভাতার ‘টোপ’ কংগ্রেসের

'লক্ষ্মীর ভাণ্ডারে’র আদলে 'গৃহ লক্ষ্মী যোজনা'।

Karnataka Congress promises Rupees 2000 per month to woman head of households if voted to power | Sangbad Pratidin

Congress directs winning candidates to secure in Bengaluru to prevent 'Operation Lotus'

Published by: Kishore Ghosh
  • Posted:January 16, 2023 6:14 pm
  • Updated:January 16, 2023 6:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেখানো পথে হাঁটছে কংগ্রেস (Congress)। গতকাল বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র (Laxmi Bhandar) অনুকরণে হিমাচল (Himachal Pradesh) ‘হর ঘর লক্ষ্মী’ প্রকল্পে কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, মহিলাদের দেড় হাজার টাকা করে প্রতি মাসে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনী ইস্তাহারে। এবার কর্ণাটক (Karnataka) প্রদেশ কংগ্রেসের জনপ্রিয় হওয়ার ‘টোপ’, ক্ষমতায় এলে মেয়েদের প্রতিমাসে ২০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এদিন প্রিয়াঙ্কা গান্ধী বঢড়ার (Priyanka Gandhi) উপস্থিতিতে নির্বাচনী সভায় দলের তরফে এই ঘোষণা করা হয়।

এদিন প্রিয়াঙ্কা বলেন, ‘গৃহ লক্ষ্মী যোজনা’ প্রকল্পে মহিলা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরসরি ২৪ হাজার টাকা করে দেওয়া হবে সরকারের তরফে। আগামী মে মাসে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে গতকালই প্রতি মাসে বিনামূল্যে ২০০ ইউনিট অবধি বিদ্যুতের বিল দিতে হবে না নাগরিকদের, ঘোষণা করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের যুক্তি, মোদি সরকারের আমলে রান্নার গ্যাসের দাম অত্যাধিক বেড়েছে, এছাড়াও রোজকার হেঁশেলের খরচ বেড়েছে। এই কারণেই গরিব পরিবারগুলিকে সাহায্য করতে ‘গৃহ লক্ষ্মী যোজনা’য় ২ হাজার টাকা করে দেওয়া হবে মেয়েদের। এই যোজনার সুবিধা পাবেন রাজ্যের দেড় কোটি প্রাপ্তবয়স্ক মহিলা। বস্তুত মমতাকে টেক্কা দিয়ে মহিলাদের চার গুণ বেশি টাকা ভাতা দেওয়ার ঘোষণা করল কংগ্রেস। লক্ষ্য সস্তা জনপ্রিয়তা। 

Advertisement

[আরও পড়ুন: বকেয়া DA পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? চূড়ান্ত শুনানির তারিখ জানাল সুপ্রিম কোর্ট]

গত নভেম্বরেই রাহুল গান্ধী টুইট করেও আশ্বাস দিয়েছিলেন, হিমাচলে ক্ষমতায় এলেই প্রকল্পটি বাস্তবায়িত করবে কংগ্রেস। সেই সঙ্গে বিজেপিকে খোঁচা মেরে লিখেছিলেন, ‘এটা বিজেপির মতো মিথ্যে প্রতিশ্রুতি নয়।’ সেই কথাকেই সত্যি প্রমাণ করে রবিবার রাহুল জানিয়ে দেন, ৩০ দিনের মধ্যেই ‘হর ঘর লক্ষ্মী’ প্রকল্পটি কার্যকর করতে কমিটি তৈরি করা হয়েছে। সেই সঙ্গে রাহুলের ঘোষণা ‘কংগ্রেস মানেই ভরসা’।

[আরও পড়ুন: ‘বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় সরকারকে যুক্ত করুন’, প্রধান বিচারপতিকে চিঠি রিজিজুর]

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যবাসীর স্বার্থে একাধিক প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে ছিল ‘কৃষকবন্ধু’, ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই প্রতিশ্রুতি পূরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘কৃষকবন্ধু’, ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ডে’র মতোই চলছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের কাজও। এই প্রকল্পে সাধারণ (জেনারেল) মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা এবং এসসি, এসটি, ওবিসি মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে পান। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে টাকা। এবার সেই পথে হাঁটল কংগ্রেসও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement