Advertisement
Advertisement

Breaking News

KR Ramesh Kumar

‘ধর্ষণ যখন হবেই, তখন উপভোগ করুন’, কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক

এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন এই কংগ্রেস নেতা।

Karnataka Congress leader KR Ramesh Kumar was heard making an outrageous comment
Published by: Subhajit Mandal
  • Posted:December 17, 2021 9:07 am
  • Updated:December 17, 2021 9:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনিয়া গান্ধী (Sonia Gandhi) সংসদে দাঁড়িয়ে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে বাহবা কুড়োচ্ছেন। প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) উত্তরপ্রদেশে গিয়ে বলছেন, ‘লড়কি হু, লড় সকতি হু।’ উত্তরপ্রদেশ, গোয়ার মতো রাজ্যে কংগ্রেস প্রতিশ্রুতি দিচ্ছে ভোটে মহিলাদের জন্য ৩০ থেকে ৪০ শতাংশ সংরক্ষণের। ঠিক তখনই কর্ণাটকের এক কংগ্রেস বিধায়ক বলে দিলেন, ‘ধর্ষণ যখন হবেই, তখন উপভোগ করাই ভাল।’ ভাবখানা এমন যেন, ধর্ষণ বিষয়টি উপভোগ করার মতো বিষয়।

বৃহস্পতিবার কর্ণাটক বিধানসভায় কৃষি আইন (Farm Law) নিয়ে আলোচনা চলাকালীন বিতর্কিত মন্তব্যটি করেন প্রবীণ কংগ্রেস নেতা তথা সেরাজ্যের প্রাক্তন স্পিকার কে আর রমেশ কুমার। তাঁর বক্তব্য,” ধর্ষণ যখন অনিবার্য, তখন শুয়ে পড়ে সেটা উপভোগ করাই ভাল।”

Advertisement

[আরও পড়ুন: বুকে গুলি খাওয়া ইন্দিরা বিজয় দিবসে ব্রাত্য, মোদিকে তোপ রাহুল-প্রিয়াঙ্কার]

আসলে গতকাল কৃষি আইন নিয়ে আলোচনার সময় কর্ণাটক বিধানসভায় তুমুল হট্টগোল শুরু হয়ে যায়। সেসময় ক্ষুব্ধ স্পিকার বিশ্বেশরা হেগড়ে বলেন, আমি বিধানসভা নিয়ন্ত্রণ করতে পারছি না। সবাইকে সময় দিতে গেলে হাউস চলবে না। এখন আপনারা যা বলবেন, তাতেই আমাকে হ্যাঁ বলতে হবে। এই পরিস্থিতি উপভোগ করা ছাড়া আমার আর কিছুই করার নেই। তখনই স্পিকার বিশ্বেশরা হেগড়ের তালে তাল মিলিয়ে তাঁরই পূর্বসূরি রমেশ কুমার বিতর্কিত মন্তব্যটি করেন। স্পিকারের উদ্দেশে তিনি বলে দেন, ধর্ষণ যখন থামাতে পারছেন না, তখন উপভোগ করুন। আশ্চর্যজনকভাবে কেউ তাঁর মন্তব্যের প্রতিবাদ করেননি। খোদ স্পিকারও নন। উলটে বিধানসভার অধিকাংশ সদস্য তাঁর কথায় হেসে উঠেছেন। ব্যাপারখানা যেন খুব স্বাভাবিক।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর মিছিলে বিক্ষোভ, পাঞ্জাবে শিক্ষকপদে চাকরিপ্রার্থীদের উপর ব্যাপক পুলিশি ‘অত্যাচার’!]

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেসের এই নেতা। এর আগে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় নিজেকে ধর্ষিতার সঙ্গে তুলনা করেছিলেন রমেশ কুমার। রাজনৈতিক মহলের প্রশ্ন, এ হেনে নেতার বিরুদ্ধে এখনও কেন কোনও ব্যবস্থা নিচ্ছেন না সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement