সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন বাদে কংগ্রেস থেকে বিজেপিতে আসার পুরস্কার পেলেন কর্ণাটকের ১০ জন বিধায়ক। গত রবিবারই তাঁদের মন্ত্রী পদে বসানোর কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। বৃহস্পতিবার সেই ঘোষণা অনুযায়ী মন্ত্রী হওয়ার শপথবাক্য পাঠ করলেন তাঁরা।
Karnataka Chief Minister BS Yediyurappa and Governor Vajubhai Vala with the 10 newly-inducted Cabinet Ministers at Raj Bhawan in Bengaluru. pic.twitter.com/UpbIKdsGua
— ANI (@ANI) February 6, 2020
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ওই বিধায়কদের বেঙ্গালুরুর রাজভবনে শপথবাক্য পাঠ করান কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালা। নতুন ওই মন্ত্রীরা হলেন, যশবন্তপুর বিধানসভার বিধায়ক এসটি সোমশেখর, গোকাকের বিধায়ক রমেশ জারকিহোলি, বিজয়নগরের বিধায়ক আনন্দ সিং, চিকবল্লাপুরের বিধায়ক কে সুধাকর, কে আর পুরমের বি বাসভরাজ, ইল্লাপুরের এ শিবরাম হেব্বার, হিরাকেরুর বিধায়ক বিএস পাটিল, মহালক্ষ্মী লেআউটের কে গোপালিয়া, কেআর পেট বিধানসভার কেসি নারায়ণ গৌড়া ও কাগওয়াদের শ্রীমন্ত বালাসাহিব পাটিল। রাজভবনে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন মন্ত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা-সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। খুব তাড়াতাড়ি নতুনই মন্ত্রীদের দপ্তর বন্টন করা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, কংগ্রেস ও JD(U) জোট ভেঙে যে বিধায়করা বিজেপি যোগ দিয়েছিলেন। তাঁদের মন্ত্রী করার বিষয়ে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। এরপর গত বছরের ৫ ডিসেম্বর হওয়া কর্ণাটকের ১৫টি বিধানসভার উপনির্বাচনে তাঁদের প্রার্থীও করা হয়।
আর ফলাফল প্রকাশ পেতেই দেখা যায়, ওই বিধায়কদের মধ্যে বেশিরভাগই জয়ী হয়েছেন নির্বাচনে। তারপর থেকেই তাঁরা মন্ত্রী হওয়ার প্রহর গুনছিলেন। বৃহস্পতিবার সেই অপেক্ষার অবসান হল। যদিও এই বিষয়টিকে নোংরা রাজনীতির নগ্ন রূপ বলে কটাক্ষ করছে বিরোধীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.