ফাইল ফটো
দেশের করোনা সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লক্ষ ৫০ হাজার ৭২৪এ। মৃত ৩৭ হাজার ৩৬৪ জন। বাংলায় মোট আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৫১৬ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৬৭৮ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১১.৩৫: করোনা আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। টুইট করে এই খবর জানালেন তিনি। লেখেন, তিনি ভাল আছেন। তবে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভরতি হয়েছেন। সম্প্রতি যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শও দেন।
I have tested positive for coronavirus. Whilst I am fine, I am being hospitalised as a precaution on the recommendation of doctors. I request those who have come in contact with me recently to be observant and exercise self quarantine.
— B.S. Yediyurappa (@BSYBJP) August 2, 2020
রাত ১০.০২: করোনা সংক্রমণ রুখতে নতুন পদ্ধতিতে কাজ সাফাই কর্মীদের। ছত্তিশগড়ের বৈকুণ্ঠপুর পুরসভার কর্মীরা এবার বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করতে গিয়ে বাঁশি বাজাবে, কলিং বেল বাজানো বা দরজায় টোকা দেওয়া যাবে না। স্পর্শ থেকে করোনা সংক্রমণ রুখে সাফাই কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই চালু নয়া কার্যপদ্ধতি।
#WATCH Chhattisgarh: Baikunthpur Municipality in Koriya District has started an initiative where women sanitation workers blow a whistle, instead of knocking at doors to collect garbage. One of the workers says “Now we don’t need to knock on people’s doors, especially amid COVID” pic.twitter.com/e8XTjAPo3V
— ANI (@ANI) August 2, 2020
রাত ৯.৫০: আন্তর্জাতিক বিমানযাত্রীদের জন্য নতুন গাইডলাইন প্রকাশ কেন্দ্রের। দেশে ফেরার পর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। ৭ দিন নিজের খরচে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকতে হবে। স্বাস্থ্যমন্ত্রকের অনলাইন পোর্টালে যাত্রীদের নিজস্ব নাম নথিভুক্ত করতে হবে। ৮ তারিখ থেকে নয়া নিয়ম কার্যকর।
They should also give an undertaking on the portal that they would undergo mandatory quarantine for 14 days i.e. 7 days paid institutional quarantine at their own cost, followed by 7 days isolation at home with self-monitoring of health: Ministry of Health and Family Welfare https://t.co/ATbjZ4VwgB
— ANI (@ANI) August 2, 2020
রাত ৯.০৪: পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০০ পেরল।রবিবার জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৭ জন। তার মধ্যে ২৯ জনই বর্ধমান শহরের বাসিন্দা। এদিন আরও ২ জনের মৃত্যু হয়েছে করোনায়। সব মিলিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনার বলি ২২।
রাত ৮.৩৩: করোনা জয় করে ১১ দিন পর বাড়ি ফিরলেন দিনহাটার বিধায়ক ও পুরসভার প্রশাসক উদয়ন গুহ। তাঁর সুস্থ হয়ে ফেরার খবরে বেজায় খুশি অনুগামীরা। স্থানীয় কাউন্সিলর ও অন্যান্য সংগঠনের সদস্য়রা পুষ্পস্তবক দিয়ে উদয়ন গুহকে সংবর্ধনা জানান।
রাত ৮.১৫: উত্তরপ্রদেশে করোনা আক্রান্ত আরও এক মন্ত্রী । জলশক্তি দপ্তরের মন্ত্রী ড. মহেন্দ্র সিংয়ের করোনা রিপোর্ট পজিটিভ।
রাত ৮.১০: করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী এ রাজ্যে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ, নতুন করে আক্রান্ত ২৭৩৯, মৃত্যু হয়েছে ৪৯ জনের। এ নিয়ে রাজ্যে করোনা পজিটিভ সাড়ে ৭৫ হাজারের বেশি।
West Bengal reported 2,739 new COVID-19 cases and 49 deaths in the last 24 hours, taking total cases to 75,516 including 52,730 discharges and 1,678 deaths: State Health Department pic.twitter.com/arVG60fQc8
— ANI (@ANI) August 2, 2020
সন্ধে ৭.৪৮: মহারাষ্ট্রে করোনা সংক্রমণে কিছুতেই রাশ টানা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় সাড়ে ন’ হাজারেরও বেশি আক্রান্ত, মৃত্যু ২৬০ জনের। এ নিয়ে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের মোট সংখ্যা দেড় লক্ষ ছুঁইছুুঁই।
Maharashtra reported 9,509 COVID-19 cases and 260 deaths today, taking total cases to 4,41,228 including 2,76,809 recoveries and 15,576 deaths. Number of active cases stands at 1,48,537 out of which 44,204 cases are in Pune: State Health Department pic.twitter.com/8BnAydmCWl
— ANI (@ANI) August 2, 2020
সন্ধে ৭.৩০: করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ দিনাজপুরের মৃত্যু মহিলা পুলিশ অফিসারের। বুনিয়াদপুর আদালতে কর্মরত ছিলেন পপি চৌধুরী নামে বছর পঞ্চান্নর ওই ASI। ঘটনায় শোকের ছায়া জেলার পুলিশ মহলে।
সন্ধে ৭:আনলক পর্বে আন্তঃজেলা বাস পরিষেবা চালু হয়েছে। সুরক্ষার জন্য দূরপাল্লার সরকারি বাসে ওঠার আগে এবার থার্মাল স্ক্যানিং করা হবে যাত্রীদের। দেখে নেওয়া হবে তাপমাত্রা। আপাতত কলকাতা থেকে শিলিগুড়ি, কোচবিহার, আসানসোল, জলপাইগুড়ির মতো কিছু রুটে এই পরিসেবা চালু হচ্ছে । প্ৰতি বাস পিছু থার্মাল স্ক্যানার বা গান দেওয়া হচ্ছে।
সন্ধে ৬.৫৭: শরীরে করোনা প্রতিরোধ গড়ে উঠেছে কি না, তা বুঝতে নিউটাউনে অ্যান্টিবডি টেস্ট শিবির। নিউটাউন রেসিডেন্স ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে আয়োজিত এই শিবিরে প্রায় ১০০ জন নাগরিকের শারীরিক পরীক্ষা হয়। সোমবার মিলবে পরীক্ষার রিপোর্ট।
সন্ধে ৬.৩৬: করোনামুক্ত অভিনেত্রী কোয়েল মল্লিক। কোয়েল-সহ মল্লিক পরিবারের সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। টুইট করে এই সুখবর দিলেন অভিনেত্রী স্বয়ং।
সন্ধে ৬.১৭: সামনের সারিতে থেকে লড়াই করছেন তাঁরা। সেই করোনাযোদ্ধা স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য দপ্তর। এ পর্যন্ত প্রায় ২৫ থেকে ৩০ জন ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত।
সন্ধে ৬.১০: করোনা সংক্রমণ রুখতে এবার অর্ধদিবস খোলা থাকবে বাজার। ঘোষণা নদিয়ার তেহট্ট থানার বেতাই বাজার সাধারণ ব্যবসায়ী সমিতির।সোমবার থেকে পরের রবিবার পর্যন্ত এভাবে বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সন্ধে ৬.০০: উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি সাওয়ান্তরা দেব সিং করোনা আক্রান্ত। রাম মন্দিরে ভূমিপুজো নিয়ে জট কাটতেই চাইছে না।
বিকেল ৫.৫২: এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার নেতৃত্ব চিকিৎসকদর বিশেষ দল অমিত শাহকে দেখতে যাবেন।
A team of doctors, led by AIIMS Director Dr Randeep Guleria, is likely to visit Medanta hospital (in Gurugram) to see Union Home Minister Amit Shah, for #COVID19 treatment: Sources at AIIMS confirm to ANI https://t.co/Ed8nxegWdw
— ANI (@ANI) August 2, 2020
বিকেল ৫.২০: তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত করোনা আক্রান্ত।
Tamil Nadu Governor Banwarilal Purohit (in file pic) tests positive for #COVID19. He is asymptomatic and clinically stable. As the infection is mild, he has been advised home isolation & will be monitored by the medical team of Kauvery Hospital: Kauvery Hospital, Chennai pic.twitter.com/iWBz20Lcjm
— ANI (@ANI) August 2, 2020
বিকেল ৪.৪৯: করোনামুক্ত অভিনেতা অমিতাভ বচ্চন, জানিয়েছেন তাঁর পু্ত্র অভিষেক।
Veteran actor Amitabh Bachchan discharged from hospital after testing negative for #COVID19, announces his son & actor Abhishek Bachchan pic.twitter.com/hvuFvBL1U5
— ANI (@ANI) August 2, 2020
বিকেল ৪.৪৬: করোনা আক্রান্ত অমিত শাহ। ভরতি হাসপাতালে। নিজেই টুইটে অসুস্থতার খবর জানান তিনি।
Union Home Minister Amit Shah tests positive for #COVID19. He is being admitted to the hospital. pic.twitter.com/jgYN2wBEzA
— ANI (@ANI) August 2, 2020
বিকেল ৪.৯: সুস্থ বাম নেতা-চিকিৎসক ফুয়াদ হালিম। শ্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর মেয়ে উষসীর করোনা রিপোর্ট নেগেটিভ।
দুপুর ৩.৪৫: অসম পুলিশে ৬০ কর্মী প্লাজমা দান করবেন বলে খবর।
দুপুর ৩.৪২: অসমে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত জিম খোলা থাকবে। জারি নির্দেশিকা।
Malls and Gymnasiums are allowed to operate between Monday and Friday on the same side of the street on which other shops are allowed in Kamrup Metropolitan District and both sides in case of all other Districts.
Movement of individuals strictly prohibited between 6 PM & 6 AM. https://t.co/n0m28kp6qP
— ANI (@ANI) August 2, 2020
দুপুর ৩.০০: গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজারের কম। সংক্রমিত হয়েছেন ৯৬১ জন। সুস্থ হয়েছেন ১১৮৬ জন।
Delhi reports 961 #COVID19 cases, 1186 recovered/discharged/migrated and 15 deaths in the last 24 hours. Total positive cases here now rises to 1,37,677 including 1,23,317 recovered/discharged/migrated and 4004 deaths; active cases 10,356: Government of Delhi pic.twitter.com/55vIQC0IBm
— ANI (@ANI) August 2, 2020
দুপুর ২.১৫: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও লাতিন আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা দু’লক্ষ ছাড়াল।
দুপুর ২.০০: দেশের কোথায় কত করোনা আক্রান্ত হাসপাতালে ভরতি হলেন, তা এবার থেকে অনলাইনে নথিবদ্ধ রাখার ভাবনা চিন্তা করছে আইসিএমআর। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে কথাও বলছেন তাঁরা। গোটা দেশের জন্য একটা রেজিস্টার তৈরি করা হবে।
দুপুর ১.৫০:ইজরায়েলের এক মন্ত্রী করোনা আক্রান্ত। জেরুজালেম ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রকের দায়িত্বে থাকা মন্ত্রী রফি পেরেৎজ টুইট করে নিজেই এই তথ্য দিয়েছেন।
দুপুর ১.০০: বাগডোগরায়ও ১৫ আগস্ট অবধি ছ’টি শহর থেকে বিমানের অবতরণে আপত্তি। রাজ্যের আর্জি মেনে অসামরিক বিমান মন্ত্রক নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, দিল্লি, মুম্বই, চেন্নাই, পুণে ও বেঙ্গালুরু থেকে বাগডোগরায় কোনও উড়ান অবতরণ করবে না। আগামী ১৫ আগস্ট অবধি এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
বেলা ১২.৪৫: চেন্নাইতেও চলছে লকডাউন। রাস্তা ফাঁকা। বন্ধ দোকানপাট।
Tamil Nadu: Streets in Chennai wear a deserted look as the state observes complete lockdown on Sunday; visuals from Thirumangalam area. #COVID19 pic.twitter.com/N3Kn8pL281
— ANI (@ANI) August 2, 2020
বেলা ১২.৪০: উত্তরাখণ্ডে সুস্থতার হার ৫৮ শতাংশ। জানাল প্রশাসন।
বেলা ১২.১৫: করোনা ভাইরাস নির্দেশিকা অমান্য করায় দুলক্ষেরও বেশি অভিযোগ দায়ের হয়েছে মহারাষ্ট্রে।
বেলা ১২.১০: মহারাষ্ট্রে করোনা আক্রান্ত প্রায় দশ হাজার পুলিশ কর্মী।
বেলা ১২.০০: মধ্যপ্রদেশে ১০ দিনের টানা লকডাউন চলছে। শুনশান রাস্তাঘাট।
Madhya Pradesh: People remain indoors, streets are deserted and shops are closed as Bhopal observes a 10-day lockdown due to #COVID19.
The 10-day lockdown started from the morning of July 25. pic.twitter.com/JrURnHq9VJ
— ANI (@ANI) August 2, 2020
বেলা ১১.৪০: তেলেঙ্গানা লাফিয়ে বাড়ছে সংক্রমণ।
1891 fresh #COVID19 cases were reported in the state yesterday, taking the total number of cases to 66,677. The numbers of active and recovered cases in the state are 18,547 and 47,590, respectively. Death toll 540: Telangana Government
— ANI (@ANI) August 2, 2020
সকাল ১১.২০: কেন্দ্রশাসিত পুদেচেরিতেও বাড়়ছে সংক্রমণ।
200 fresh #COVID19 cases detected today till 10am, taking the total number of positive cases in the Union Territory to 3806 including 1445 active cases, 2309 recovered cases and 52 deaths: Puducherry Government pic.twitter.com/JPGBsmxsw1
— ANI (@ANI) August 2, 2020
বেলা ১১.১৩: করোনা পরীক্ষা করতে হংকংয়ে বিশেষ টিম পাঠাচ্ছে চিন।
সকাল ১০.৩০: করোনা আক্রান্ত হয়ে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার মন্ত্রী কমলা রানির মৃ্ত্যু হল। তিনি ১৮ জুলাই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি ছিলেন।
সকাল ১০.১৭: ওড়িশার বেসরকারি ল্যাবেও হবে করোনা পরীক্ষা। নির্দেশিকা দারি প্রশাসনের।
সকাল ১০.০২: হোম আইসোলেশনে থাকা অন্ধ্রপ্রদেশের এক দম্পতি আত্মঘাতী। তাঁরা করোনা আক্রান্ত ছিলেন।
Andhra Pradesh: A couple from Anantapuram District, who were under home isolation, died allegedly by suicide last night. Dharmavaram DSP Ramakanth says, “They were found COVID-19 positive on July 25. Their treatment was complete. The reason for suicide not known yet.”
— ANI (@ANI) August 2, 2020
সকাল ৯.৪৮: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ পেরল।
India’s COVID tally crosses 17 lakh mark with 54,736 positive cases & 853 deaths in the last 24 hours.
Total #COVID19 cases stand at 17,50,724 including 5,67,730 active cases, 11,45,630 cured/discharged/migrated & 37,364 deaths: Health Ministry pic.twitter.com/WXGdKfaHUW
— ANI (@ANI) August 2, 2020
সকাল ৯.৩২: আজ ফের ডানকুনিতে লকডাউন।
সকাল ৯.১৫: বেঙ্গালুরুতে দুটি আয়ুর্বেদিক ওষুধের ট্রায়াল বন্ধ করা হল।
সকাল ৮.৪৩: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে ফের কড়া লকডাউন জারি করল প্রশাসন।
সকাল ৮.৩০: দেশে কমছে মৃত্যু। ভেন্টিলেটর রপ্তানিতে অনুমতি দিল কেন্দ্র সরকার।
সকাল ৮.২২: এবার জেডিইউ-এর অন্দরে করোনার থাবা। সংক্রমিত দলের সাংসদ আরসিপি সিং ও বিধায়ক লালন পাসওয়ান। সাংসদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি পাটনা হাসপাতালে ভরতি।
সকাল ৮.২০: করোনা পরীক্ষা নিয়ে ওড়িশায় নয়া নির্দেশিকা জারি হল।
Odisha Government issued guidelines for all private hospitals, nursing homes and laboratories in the state, intending to start #COVID19 testing by Rapid Antigen and RT PCR method. (1/8/2020) pic.twitter.com/mCEzJtndQj
— ANI (@ANI) August 1, 2020
সকাল ৮.১৭: চিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯।
সকাল ৮.০৯: দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লক্ষ ছাড়াল।
সকাল ৮.০০: দিল্লির করোনা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দেশে দ্বাদশ স্থানে রাজধানী। জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.