Advertisement
Advertisement

Breaking News

Karnataka Ram Mandir

১০০ কোটি টাকায় রাম মন্দির গড়ছে কর্ণাটক সরকার, মুখ্যমন্ত্রীর ঘোষণায় বিতর্ক

সরকারি টাকায় রামমন্দির কেন? উঠছে প্রশ্ন?

Karnataka CM announces building of ram mandir worth 100 crore | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 17, 2023 4:43 pm
  • Updated:February 17, 2023 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কর্ণাটকেও (Karnataka) তৈরি হবে বিশাল রামমন্দির (Ram Mandir)। শুক্রবার সেরাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ঘোষণা করেন, রামনগর জেলায় মন্দির তৈরি করা হবে। ১৯ একর জমিতে ১০০ কোটি টাকা খরচ করে রামমন্দির তৈরির পরিকল্পনা করেছে কর্ণাটক সরকার। জানা গিয়েছে, ভগবান হনুমানের জন্মস্থান অঞ্জনাদ্রি হিলে এই মন্দির তৈরি হবে। প্রসঙ্গত, এই অঞ্চলে সাংগঠনিকভাবে বেশ দুর্বল বিজেপি (BJP)। পর্যটনের উন্নতির মাধ্যমে এই অঞ্চলে জনপ্রিয়তা বাড়াতে চাইছে গেরুয়া শিবির, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: ‘আদানি ইস্যুতে জবাব দিতে হবে মোদিকে’, মার্কিন ধনকুবেরের খোঁচা ঘিরে বিতর্ক তুঙ্গে]

শুধু রাম মন্দির নয়, আগামী দুই বছরে রাজ্যজুড়ে একাধিক মন্দির ও মঠ তৈরি করতে চলেছে কর্ণাটক সরকার। রাজ্য বাজেট পেশ করার সময়েই এই কথা ঘোষণা করেন বোম্মাই। জানা গিয়েছে, ডিসেম্বর মাসে কর্ণাটকের এক মন্ত্রী প্রস্তাব দেন, এই অঞ্চলটিকে দক্ষিণের অযোধ্যা হিসাবে গড়ে তুলতে হবে। তারপরেই রামমন্দির গড়ে তোলার পরিকল্পনা শুরু করে কর্ণাটক সরকার। এই অঞ্চলের মানুষের ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখেই পর্যটনকেন্দ্র গড়ে তোলার ভাবনা চিন্তা শুরু হয়।

Advertisement

শোনা যায়, রামায়ণের সঙ্গে গভীর যোগ রয়েছে এই অঞ্চলের। বেঙ্গালুরু থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গায় পর্যটন কেন্দ্র গড়ে তুললে লাভবান হবেন সাধারণ মানুষ। সেই সঙ্গে ধর্মস্থান হিসাবেও দেশের মানচিত্রে জায়গা করে নেবে এই এলাকা। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, আগামী মে মাসেই কর্ণাটকে বিধানসভা নির্বাচন রয়েছে। দ্বিতীয়বার এই রাজ্যের ক্ষমতা দখলে মরিয়া বিজেপি। সেই কারণেই ভোটের আগের বাজেটেই রামমন্দিরের ঘোষণা করেছে সরকার।.

[আরও পড়ুন: দিল্লি ও মুম্বইতে অফিস বন্ধ করল টুইটার, বাড়িতে থেকেই কাজের নির্দেশ কর্মীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement