সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে বৃষ্টির বড় অভাব! খরার কবলে বড় কষ্ট৷ আর তারই সমাধান হল উলঙ্গ হয়ে পথেঘটে ঘুরে বেড়ানো৷ বৃষ্টির দেবতার উদ্দেশে গান গাওয়া৷ অন্তত এমনটাই প্রথা কর্ণাটকের এক গ্রামে৷
উলঙ্গ এক কিশোর গলায় মালা পরে রাস্তায় ঘুরে গান করছে৷ হাতে তার গণেশের মূর্তি৷ আর আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাঁর গলায় মালা পরিয়ে দিচ্ছেন, তাকে ফুল দিচ্ছেন এবং মনে করছেন এই কিশোরের কাজে তৃপ্ত হবেন বরুণদেব এবং বৃষ্টি হবে দেশে৷
২০১৬-র ভারতে এমন ঘটনা ঘটতে দেখলে অবাক হয়ে যেতে হয় বৈকি৷
কর্ণাটকের চিত্রদুর্গে এই অদ্ভুত নিয়ম চলে আসছে বহু প্রাচীনকাল থেকে৷ সময় বদলেছে, পাল্টাচ্ছে মানুষের শিক্ষা৷ তবুও এই নিয়মের কোনও পরিবর্তন হয়নি৷ বৃষ্টির জন্য দেবতাকে তুষ্ট করতে এই সময়তেও চলে আসছে এমন মধ্যযুগীয় ধর্মীয় প্রথা৷
চিত্রদুর্গের পাশাপাশি পান্দারাহাল্লি জেলাতেও এই একই প্রথার প্রচলন রয়েছে৷ এমন আজব পুজো এবং দেবতাতুষ্টির দৃশ্য সেখানেও চোখে পড়ে৷
যদিও এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই গোটা বিষয়টি ঘিরে কথা উঠছে বিভিন্ন মহলে৷ এই সময়তেও কোনও রাজ্যে এমন মধ্যযুগীয় কাণ্ডকারখানা কেমনভাবে চলে সেই বিষয়েও উঠছে প্রশ্ন৷ যদিও স্থানীয় কিছু ব্যক্তি জানিয়েছেন, তাঁরা এই প্রথা রদ করার জন্য জনমত গড়ে তুলছেন এবং এই জনমত গড়ে তোলার মাধ্যমে তাঁরা বেশ কিছু জায়গায় এই প্রথা বন্ধ করেছেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.