Advertisement
Advertisement

শহিদ বাবার পদাঙ্ক অনুসরণ করেই দেশরক্ষায় আত্মবলিদান ছেলের

কারগিল যুদ্ধে শহিদ হয়েছিলেন বাবা, কাশ্মীরে আত্মবলিদান ছেলে আশুতোষ কুমারের৷

Kargil martyrs son sacrifices life fighting terrorists in Kashmir
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 17, 2017 8:50 am
  • Updated:February 17, 2017 11:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাল ১৯৯৯৷ কারগিল সীমান্ত পার করে ধেয়ে এলো পাকিস্তানি হানাদার বাহিনী৷ বেজে উঠল যুদ্ধের দামামা৷ দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রাণের আহুতি দিলেন হাবিলদার লাল সাহিব৷ রেখে গেলেন সাত বছরের এক ছেলে ও স্ত্রীকে৷ তারপর কেটে গিয়েছে বহুবছর৷ বাবার বলিদানে উদ্বুদ্ধ হয়ে ভারতীয় সেনায় যোগ দিলেন আশুতোষ কুমার৷ আবার ঘটল ইতিহাসের পুনরাবৃত্তি৷ বাবার পদাঙ্ক অনুসরণ করে, সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াইয়ে শহিদ হলেন গানার আশুতোষ কুমার৷ স্বামী ও একমাত্র পুত্রকে হারিয়ে একা রয়ে গেলেন শীলাদেবী৷ দুঃখে বুক ফেটে গেলেও দেশের জন্য আপনজনের বলিদানে গর্বিত তিনি৷ উত্তরপ্রদেশের বাসিন্দা এই পরিবারটির অতুলনীয় দেশভক্তি ও বলিদানে গর্বিত প্রত্যেক ভারতবাসী৷

(কাশ্মীরে গুলির লড়াই, নিকেশ চার জঙ্গি)

jawan_web

Advertisement

সেনায় যোগ দেওয়ার পর ১৩ রাষ্ট্রীয় রাইফেলসের অন্তর্ভুক্ত হন তিনি৷ এবছর জম্মু ও কাশ্মীরে কার্যরত ছিলেন৷ মঙ্গলবার, কাশ্মীরের বান্দিপোরা এলাকায় সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে হানা দেয় সেনা৷ শুরু হয় প্রবল লড়াই৷ নিকেশ হয় কুখ্যাত লস্কর-ই-তৈবা জঙ্গিগোষ্ঠীর নেতা আবু হারিস৷ তবে দুর্ভাগ্যজনক ভাবে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হন আশুতোষ কুমার-সহ চার জওয়ান৷ বুধবার ওই শহিদের শেষকৃত্যে গিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াত স্পষ্ট জানিয়েছিলেন, কাশ্মীরে জঙ্গিদের যারা মদত দেবে তাদের গায়েও চাপবে ‘জঙ্গি তকমা’৷ শুধু তাই নয়, গতকাল এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর বলেন, কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে৷

(মৃত্যুর কয়েকঘণ্টা পরই শহিদ জওয়ানের বিবাহবার্ষিকীর উপহার পেলেন স্ত্রী)

“দেশভক্তি ও চরম বলিদানের সাহস ওই পরিবারের অস্থিমজ্জায় মিশে রয়েছে৷ বাবার বলিদানে উদ্বুদ্ধ হয়ে মাত্র ১৯ বছর বয়সে ভারতীয় সেনায় যোগ দেন কুমার৷” বলেন সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া৷ সেনার হাতে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তাল কাশ্মীর উপত্যকা৷ ক্রমাগত জঙ্গি  হামলার লক্ষ্য হচ্ছেন সেনা জওয়ানরা৷ তবে ভারতীয় সেনার সন্ত্রাস বিরোধী অভিযানে আতঙ্কে দিশেহারা জঙ্গিরা৷ সম্প্রতি কুখ্যাত লস্কর-ই-তৈবা জঙ্গি নেতা আবু হারিস-সহ বেশ কিছু জিহাদিদের নিকেশ করেছে সেনা৷

অভিযানে বাধা দিলে কাশ্মীরিদের কড়া শাস্তি, সেনাকে পূর্ণ ক্ষমতা প্রতিরক্ষামন্ত্রীর

অভিযানে বাধা দিলে কাউকে রেয়াত নয়, হুঁশিয়ারি সেনাপ্রধানের

 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement