Advertisement
Advertisement
Kapil Mishra

দিল্লি হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে বিদ্ধ কপিল মিশ্রকে বড় পদ দিল বিজেপি, তুঙ্গে বিতর্ক

লোকসভায় দাঙ্গায় অভিযুক্ত নেতাকেই প্রাধান্য দিচ্ছে বিজেপি।

Kapil Mishra appointed vice-president of the BJP's Delhi unit | Sangbad Pratidin

ফাইল ফটো

Published by: Subhajit Mandal
  • Posted:August 5, 2023 4:27 pm
  • Updated:August 5, 2023 4:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি হিংসায় (Delhi Violence) উসকানি দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ঘৃণা ভাষণের অভিযোগে একাধিক মামলাও রয়েছে। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বিতর্কিত সেই নেতাকেই দলের বড় পদ দিল বিজেপি।

দিল্লি বিজেপির সহ-সভাপতি হয়ে গেলেন বিতর্কিত নেতা কপিল মিশ্র। শনিবাদ দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব দলের সহ-সভাপতি হিসাবে কপিল মিশ্রর (Kapil Mishra) নাম ঘোষণা করেছেন। দিল্লি বিজেপির বক্তব্য, লোকসভার আগে কপিলের জনপ্রিয়তা এবং সাংগঠনিক শক্তিকে ব্যবহার করতে চাইছে দল। তাঁর নামের সঙ্গে যে বিতর্কগুলি জড়িয়ে রয়েছে, সেগুলিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না গেরুয়া শিবির।

Advertisement

[আরও পড়ুন: হিংসাদীর্ণ হরিয়ানায় বুলডোজার বিভীষিকা, মাটিতে মিশল ২৫০ ঝুপড়ি]

উল্লেখ্য, ২০২০ সালে দিল্লি হিংসার কয়েকদিন আগে কপিল মিশ্রর একটি উসকানিমূলক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যাতে দেখা যান, পুলিশের সামনেই দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন সংক্রান্ত বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর দেওয়ার হুমকি দিচ্ছেন বিজেপি নেতা। তা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি দিল্লি পুলিশ (Delhi Police)। যে কারণে আদালতেও ভর্ৎসিত হতে হয় দিল্লি পুলিশকে। কেন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর হয়নি, জানতে চায় আদালত। কিন্তু, তারপরও কপিলের বিরুদ্ধে কোনও মামলা হয়নি। উলটে তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবার আরও দলেও বড় পদ পেলেন বিজেপি নেতা।

[আরও পড়ুন: ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তি, কাশ্মীরে ‘অশান্তির আশঙ্কা’য় গৃহবন্দি মেহবুবা]

এই কপিল মিশ্র আম আদমি পার্টির (Aam Aadmi Party) প্রথম সরকারের মন্ত্রী ছিলেন। ২০২০ সালে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গে বিবাদের জেরে দল ছাড়েন তিনি। ২০২০ সালের শুরুতেই বিজেপিতে যোগ দেন কপিল। ৩ বছর বাদে প্রথম বড় দলীয় পদ পেলেন বিতর্কিত এই বিজেপি নেতা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement