Advertisement
Advertisement

দিল্লিতে গাড়ি ভাঙচুর করে তাণ্ডব পুণ্যার্থীদের, ভাইরাল ভিডিও

প্রশ্নের মুখে দিল্লি পুলিশের ভূমিকা৷

'Kanwariyas' vandalise a car in Delhi's Moti Nagar
Published by: Sayani Sen
  • Posted:August 8, 2018 1:23 pm
  • Updated:August 8, 2018 1:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ঘটনার সাক্ষী হল রাজধানী দিল্লি৷ কাঁওর যাত্রীদের তাণ্ডবে উত্তপ্ত পশ্চিম দিল্লির মোতি নগর৷ রাস্তার মাঝে একটি গাড়ি ভাঙচুরের পর তা উলটে দিল পুণ্যার্থীরা৷ এমনকী গাড়ির ভিতরে থাকা দু’জনকেও বেধড়ক মারধর করা হয়৷ কাঁওর যাত্রীদের এই তাণ্ডবের ভিডিওই এখন নেট দুনিয়ায় ভাইরাল৷ এই ঘটনায় প্রশ্নের মুখে দিল্লি পুলিশের ভূমিকা৷ ভাঙচুরে বাধা না দিয়ে দিল্লি পুলিশ নীরব দর্শকের ভূমিকা নেয় বলেই অভিযোগ ওই গাড়ির মালিকের৷

[মেরিনা বিচেই সমাহিত করা হবে করুণানিধির দেহ, জানাল মাদ্রাজ হাই কোর্ট]

মঙ্গলবার বিকেলে একটি আই-১০ গাড়ির ধাক্কায় পশ্চিম দিল্লির মোতি নগরে এক পথচারীর মৃত্যু হয়৷ তারপরই উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা৷ আচমকাই এক কাঁওর যাত্রী ওই গাড়িটিতে লাঠি দিয়ে ভাঙচুর করতে শুরু করে৷ সেই সময় এক মহিলা-সহ গাড়িতে ছিলেন মোট দু’জন৷ গাড়ি ভাঙচুরের মাঝেই এক কাঁওর যাত্রীকে চড় মারা হয়৷ মুহূর্তের মধ্যেই ভিড় বাড়তে শুরু করে৷ বেশ কয়েকজন কাঁওর যাত্রী গাড়িটিকে প্রায় ঘিরে ফেলেন৷ এরপরই শুরু হয় ব্যাপক ভাঙচুর৷ গাড়ির ভিতরে থাকা মহিলা-সহ দু’জন কোনওক্রমে পালিয়ে বাঁচেন৷ তবে অল্পবিস্তর জখম হতে হয় তাঁদের৷ এরপর মাঝ রাস্তাতেই গাড়িটিকে উলটে দেয় হামলাকারীরা৷ হামলার এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷

Advertisement
[গোটা গ্রামজুড়ে বাস একটি পরিবারেরই, হতবাক এনআরসি পর্যবেক্ষকও]
[ফের শরিকি জটে বিজেপি, এবার বিরোধী সুর অকালি দলের]

তবে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ পুলিশের বক্তব্য, গাড়ি ভাঙচুরের ঘটনায় যুক্ত ছিল অন্তত ২০জন কাঁওর যাত্রী৷  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতেই ভাঙচুরের জেরে গাড়িটি প্রায় নষ্ট হয়ে যায়৷’’ যদিও ভিডিওয় দেখা গিয়েছে বেশ কিছুক্ষণ আগে ঘটনাস্থলে পৌঁছালেও গাড়ি ভাঙচুরের কোনও বাধা দেয়নি পুলিশ৷ নীরব দর্শকের ভূমিকা পালন করে তারা৷  দিল্লি পুলিশের কাছে কাঁওর যাত্রীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই গাড়ির মালিক৷ তবে তাণ্ডবের ঘটনায় এখনও কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷ সিসিটিভি ফুটেজ দেখেই ঘটনার কিনারা করার চেষ্টা করছেন তদন্তকারীরা৷

[অনুপ্রবেশ রুখতে গিয়ে শহিদ সেনাকর্তা-সহ ৪ জওয়ান, নিকেশ ২ জঙ্গি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement