বিকাশ দুবের মা সরলা দেবী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে কুখ্যাত ডন বিকাশ দুবে (Vikas Dubey) -কে ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন কানপুরের আট পুলিশকর্মী। এরপর থেকে দুর্বিষহ হয়ে উঠেছে কুখ্যাত ওই গ্যাংস্টারের পরিবারের বাকি সদস্যদের জীবন। প্রতিবেশীদের কটাক্ষের পাশাপাশি রয়েছে পুলিশের জেরা। ফলে পদে পদে সম্মান খোয়াতে হচ্ছে বিকাশ দুবের মা-সহ অন্যদের। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে মা হয়েও ছেলের মৃত্যুকামনা করছেন বিকাশের মা সরলা দেবী। পরিষ্কার বলছেন, ‘আমার ছেলে যে অন্যায় করেছে তার জন্য কড়া পদক্ষেপ নিক প্রশাসন। পুলিশকর্মীদের প্রাণের বিনিময়ে ওকে গুলি করে মেরে দেওয়া হোক।’
Kanpur: House of history-sheeter Vikas Dubey, the main accused in Kanpur encounter case, being demolished by district administration. More details awaited
8 policemen were killed in the encounter which broke out when police went to arrest him in Bikaru, Kanpur yesterday. pic.twitter.com/1sx56L5DJo
— ANI UP (@ANINewsUP) July 4, 2020
ছেলের কথা বলতে গিয়ে চোখে জল আসলেও তার অন্যায়ের জন্য কঠিন শাস্তি চাইছেন সরলা দেবী। তিনি বলছেন, ‘বিকাশের উচিত পুলিশের কাছে আত্মসমপর্ণ করা। তা না করে ও যদি আরও বড় অপরাধ করতে থাকে তাহলে পুলিশ ওকে এনকাউন্টারে মেরে দিক। আমি তো বলব পুলিশ যদি ওকে ধরতেও পারে তাহলেও মেরে দিক। কারণ, ও যা করেছে তা খুব বড় অন্যায়। নিরীহ পুলিশকর্মীদের মেরে খুব বাজে ঘটনা ঘটিয়েছে। টিভিতে ওই এনকাউন্টারের খবর দেখে চমকে উঠেছি। আমি চাই ও বাইরে বেরিয়ে এসে পুলিশের কাছে আত্মসমপর্ণ করুক। এতে ওর ভাল হবে। না হলে পুলিশ যেকোনও উপায়ে বিকাশকে খুঁজে বের করবে। আমি তো বলব পুলিশ ওকে খুঁজে বের করে এনকাউন্টার (encounter) করে দিক। ওকে শাস্তি পেতেই হবে।’
এরপরই নিজের ছেলের জীবন এত ভয়ানক হওয়ার জন্য রাজনৈতিক নেতাদের দায়ী করেন তিনি। বলেন, ‘বিকাশ বিধায়ক হতে চেয়েছিল। তাই নির্বাচনে জয়ী হওয়ার জন্য রাজ্যের তৎকালীন বিজেপি বিধায়ক ও মন্ত্রী সন্তোষ শুক্লাকে খুন করে। এরপর থেকে আর বাড়ির সঙ্গে সেভাবে যোগাযোগ রাখত না। চার মাস আগে শেষবার ওর সঙ্গে আমার দেখা হয়েছে। বিকাশের জন্য পরিবারের এত বদনাম হয়েছে যে আমি গ্রামে থাকতে পারি না। ছোট ছেলের সঙ্গে লখনউতে থাকি। এখানেও বিকাশের জন্য পদে পদে হেনস্তা হতে হচ্ছে আমাদের।’
প্রসঙ্গত উল্লেখ্য, কানপুরের এই ঘটনার পরেই রাজ্য প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই নির্দেশ মেনে পলাতক বিকাশ দুবের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এর পাশাপাশি শনিবার সকালে কানপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিকাশ দুবের বাড়ি পুরোপুরি ভেঙে দেওয়া হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.