Advertisement
Advertisement

Breaking News

জন্মদিনের পার্টিতে ‘তালিবানি’ কায়দায় উৎসবে মাতল পুলিশকর্তার পরিবার

কানপুরে তালিবানি উল্লাস৷ দেখুন ভিডিও

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 2, 2018 5:57 pm
  • Updated:May 2, 2018 5:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখলে মনে হবে সিরিয়া, কিংবা আফগানিস্তান৷ যেন তালিবানি জঙ্গিদের বিজয় উৎসব৷ বন্দুক থেকে গুলি ছুড়ে দেদার আনন্দ৷ সঙ্গে মদ-মাংস, আরও কত কি! এত আয়োজন, তাও আবার সরকারি টাকায়৷ বিধিনিষেধ উড়িয়ে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি ছুড়ে রাতভর উল্লাসে মাতলেন কানপুরের এক পুলিশ অধিকারিকের ছেলে৷ পুলিশকর্তার ছেলের এহেন ছবি সংবাদমাধ্যমে প্রকাশ হতেই দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক৷ সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে পুলিশকর্তার ভিডিও৷

সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, জন্মদিনের পার্টিতে উল্লাস করছেন কানপুরের পুলিশকর্তার ছেলে বিষ্ণুপ্রতাপ সিংহ৷ দেখা যাচ্ছে, জলপাই রঙের স্যুট পরে জন্মদিনের পার্টিতে আমন্ত্রিতদের স্বাগত জানাচ্ছেন বিষ্ণুপ্রতাপ৷ এলাহি মণ্ডপে বিশাল খাওয়া-দাওয়ার আয়োজন৷ সবুজ কার্পেটে পুলিশ কর্তার রাজকীয় চলন৷ দেদার মদ্যপান ও উল্লাসে জমজমাট জন্মদিনের অনুষ্ঠান৷ ঠিকঠিকই চলছিল পুলিশকর্তার ছেলের জন্মদিনের অনুষ্ঠান৷ তাল কাটল মাঝপথে৷ নিজের আধিপত্য দেখাতে গিয়ে বাবার সার্ভিস রিভলভার থেকে শূন্য গুলি ছুড়লেন ওই পুলিশ কর্তার ছেলে৷ টানা ছ’রাউন্ড গুলি ছুড়ে উল্লাস করতেও দেখা যায় ওই পুলিশকর্তার ছেলেকে৷

Advertisement

প্রকাশ্যে সরকারি টাকায় কেনা গুলি এভাবে খরচ করা নিয়ে কানপুরের পুলিশমহলে চাঞ্চল্য তৈরি হয়েছে৷ ব্যক্তিগত অনুষ্ঠানে কেন তিনি নিজের সার্ভিস রিভলভার ব্যবহার করলেন তা নিয়ে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত৷ এমনকি, জন্মদিনের পার্টতে এদিন কারা কারা আমন্ত্রিত ছিল, পার্টিতে আনুমানিক কত টাকা খরচ হয়েছে তাও জানতে তদন্ত শুরু হয়েছে বলে কানপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ কেননা, এই আর আগেও ওই পুলিশকর্তার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল৷ কিন্তু, তাতে আমল দেয়নি কর্তৃপক্ষ৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পর ওই পুলিশকর্তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ বিনা কারণে সার্ভিস রিভলভার থেকে গুলি নষ্ট করার অভিযোগে ইতিমধ্যেই ওই পুলিশকর্তাকে সোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement