Advertisement
Advertisement

Breaking News

Kanhaiya Kumar

দেবেন্দ্র ফড়ণবিসের স্ত্রী অমৃতাকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, বিতর্কে কানহাইয়া কুমার

বিজেপির বক্তব্য, কংগ্রেস যে মহিলাদের সম্মান করতে জানে না, কানহাইয়ার মন্তব্য সেটারই প্রমাণ।

Kanhaiya Kumar stokes row with remark on Fadnavis's wife
Published by: Subhajit Mandal
  • Posted:November 14, 2024 12:23 pm
  • Updated:November 14, 2024 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে ভোটপ্রচারে গিয়ে বিতর্কে কংগ্রেস নেতা কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের স্ত্রী অমৃতা ফড়ণবিসকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহকেও নিশানা করেছেন তিনি।

বুধবার মহারাষ্ট্রের এক সভা থেকে কানহাইয়া বলেন, “বিজেপি মহারাষ্ট্রের নির্বাচনকে ধর্মযুদ্ধ বলে প্রচার করছে। এটা যদি ধর্মযুদ্ধ হয়, তাহলে আমি আপনি ধর্মকে বাঁচানোর জন্য লড়াই করব, আর উপমুখ্যমন্ত্রীর স্ত্রী ঘরে বসে রিল বানাবে সেটা তো হতে পারে না।” কংগ্রেস নেতা আরও বলেন, “বিজেপি নেতারা আপনাদের ধর্ম বাঁচানো নিয়ে বড় বড় কথা বলবেন, তাঁদের বলুন নিজেদের ছেলে-মেয়েদের এই লড়াইয়ে নামাক।” জয় শাহকে নিশানা করে কংগ্রেস নেতা বলেন, “অমিত শাহর ছেলে বিসিসিআইতে বসে ভারতীয় দল বানাচ্ছেন। আর আমাদের বলা হচ্ছে ড্রিম ইলেভেনে টিম বানাতে। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা যুবসমাজকে আসলে জুয়াড়ি বানানো হচ্ছে।”

Advertisement

কানহাইয়ার প্রশ্ন, “সাধারণ মানুষ রাস্তায় নেমে লড়াই করবে, আর নেতার ছেলে বিদেশে পড়বে। সাধারণ মানুষ রাস্তায় নেমে লড়বে আর উপমুখ্যমন্ত্রীর স্ত্রী ঘরে বসে রিল বানাবেন, এটা কীভাবে সম্ভব? উপমুখ্যমন্ত্রীর স্ত্রী রিল বানাচ্ছেন আর মানুষকে ধর্মযুদ্ধের জন্য দায়ী করা হচ্ছে, এটা কীভাবে সম্ভব?” কানহাইয়া যেভাবে ফড়ণবিসের স্ত্রীকে নিয়ে মন্তব্য করলেন, সেটা বিজেপি নেতাদের নাপসন্দ। বিজেপির বক্তব্য, কংগ্রেস যে মহিলাদের সম্মান করতে জানে না, কানহাইয়ার মন্তব্য সেটারই প্রমাণ।

অমৃতা ফড়ণবিস নিজে নামী গায়িকা। সেই সঙ্গে ব্যাঙ্ক কর্তা হিসাবেও পরিচিতি রয়েছে। সোশাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় তিনি। তবে সক্রিয় রাজনীতিতে পা রাখেননি। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কানহাইয়ার মন্তব্য কতটা সমীচিন, সেটা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement