Advertisement
Advertisement
Kamal Nath

এবার কি বিজেপির পথে কমল নাথ? বিরাট ধাক্কা খাওয়ার পথে কংগ্রেস

সোশ্যাল মিডিয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়ার ইঙ্গিত কমল নাথের ছেলের।

Kamal Nath's son Nakul Nath dropped Congress from his bio on social media | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:February 17, 2024 2:06 pm
  • Updated:February 17, 2024 2:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক প্রাক্তন মুখ্যমন্ত্রী সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এবার কি আরেকজনের পালা? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। যাঁকে নিয়ে জল্পনা, তাঁর নাম কমল নাথ। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তাঁর ছেলেকে নাকি দলে টানতে চাইছে গেরুয়া শিবির।

গত সপ্তাহেই কংগ্রেসের (Congress) হাত ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বান। শোনা যাচ্ছে, সেই একই পথে হাঁটতে পারেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথও। বর্ষীয়ান এই কংগ্রেস নেতাকে নিয়ে তুঙ্গে জল্পনা। আসলে সদ্য মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কমল নাথকে একপ্রকার কোণঠাসা করে দিয়েছে কংগ্রেস। তাঁর বদলে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে তরুণ জিতু পাটওয়ারিকে। আবার সদ্য রাজ্যসভা নির্বাচনে টিকিট চেয়েছিলেন কমল, সেটাও তাঁকে দেওয়া হয়নি। বস্তুত রাহুল গান্ধী (Rahul Gandhi) চাইছেন তারুণ্যে বিনিয়োগ করতে। কমল নাথের মতো ‘বুড়ো ঘোড়া’ দিয়ে আর ‘রেস’ জেতা যাবে না বলে মনে করছে কংগ্রেস নেতৃত্ব। আর তাতেই গোঁসা হয়েছেন বর্ষীয়ান নেতা।

Advertisement

[আরও পড়ুন: তিনদিন পর হাসপাতাল থেকে ছুটি সুকান্তর, জাতীয় অধিবেশনে যোগ দিতে দিল্লিতে দিলীপ-শমীক]

বস্তুত, কমল নাথ বিধানসভা নির্বাচনের পর থেকেই নিষ্ক্রিয়। শোনা যাচ্ছে, বিজেপির তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আসলে বিজেপি (BJP) এবার ৪০০ আসনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তাই কমল নাথের মতো বিরোধী শিবিরের বড় নেতাদের টার্গেট করছে গেরুয়া শিবির। যদিও প্রায় পাঁচ দশক কংগ্রেসি রাজনীতি করা কমলের পক্ষে সরাসরি বিজেপিতে যোগ দেওয়া কঠিন। সেক্ষেত্রে কৌশলে নিজে যোগ না দিয়ে ছেলে নকুল নাথকে বিজেপিতে পাঠাতে পারেন তিনি। এমনিতেও নকুলের বিরুদ্ধে একাধিক কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে। তিনি বিজেপিতে যোগ দিলে এজেন্সির কবল থেকেও রক্ষা পেতে পারেন।

[আরও পড়ুন: চলন্ত বাস থেকে পয়সার বৃষ্টি হাওড়ায়! কাড়াকাড়ি পথচলতি মানুষের]

নকুল নাথ (Nakul Nath) ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় দলত্যাগের ইঙ্গিত দিয়েছেন। নিজের সোশাল মিডিয়ার বায়ো থেকে ‘কংগ্রেস’ শব্দটি সরিয়ে দিয়েছেন নকুল নাথ। তাছাড়া চলতি সপ্তাহেই কমল নাথ ঘনিষ্ঠ বেশ কয়েকজন নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি ভি ডি শর্মা বলছেন, কংগ্রেস যেভাবে রাম মন্দির উদ্বোধন বয়কট করেছে, তাতে অনেক নেতাই অসন্তুষ্ট। তাঁদের জন্য বিজেপির দরজা খোলা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement