সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাগনে রাতুল পুরী। সোমবার দিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করেন ইডির আধিকারিকরা। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ৩৫৪ কোটি ৫১ লক্ষ টাকা জালিয়াতি করার অভিযোগ রয়েছে তাঁর নামে। একই মামলায় রাতুল, তাঁর মা নীতা পুরী ও দীপক পুরী-সহ অন্যদের নামে একটি এফআইআর দায়ের করেছে সিবিআই। সোমবার রাতুল পুরীর সঙ্গে সম্পর্কিত ৬টি জায়গায় তল্লাশিও চালায়। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে।
গত কয়েকমাসে কখনও কর ফাঁকি তো কখনও অগস্টা ওয়েস্টল্যান্ড মামলার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলির জেরার মুখে পড়তে হয়েছিল রাতুল পুরীকে। গত ২৮ জুলাই অগস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে নাম জড়ানো ওই শিল্পপতিকে দিল্লিতে জেরার জন্য ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু, জেরা চলাকালীন বাথরুম যাওয়ার নাম করে পালিয়ে যান তিনি। বিষয়টি নিয়ে বিতর্ক ছড়িয়েছিল। আদালতের রক্ষাকবচের কারণে সেই মুহূর্তে তাঁকে গ্রেপ্তার হয়তো করা যায়নি। কিন্তু, এই ঘটনা চাপ বাড়িয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির উপর। অগস্টা ওয়েস্টল্যান্ড মামলায় থাকা দিল্লি হাই কোর্টের রক্ষাকবচ শেষ হওয়ার কথা মঙ্গলবার। ঠিক তার আগেরদিন ব্যাংক জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হল কমল নাথের ভাগনে রাতুল পুরীকে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, গত ১৬ আগস্ট সেন্ট্রাল ব্যাংক কর্তৃপক্ষের তরফে একটি অভিযোগ করা হয়। তাতে উল্লেখ করা হয়েছিল যে রাতুল পুরী ও ইলেকট্রনিক সংস্থা মোজার বিয়ারের চার ডিরেক্টর ৩৫৪ কোটি টাকা জালিয়াতি করেছেন। তারপরই আলাদা ভাবে তদন্তে নামে ইডি ও সিবিআই। তদন্তে উঠে আসে রাতুল ২০১২ সালে ওই কোম্পানির এগজিকিউটিভ ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছিলেন। কিন্তু, তাঁর পরিবারের সদস্যরা স্বপদেই বহাল ছিলেন।
সিবিআইয়ের দায়ের করা এফআইআরে উল্লেখ করা হয়েছে, এমবিআইএল অভিযোগকারী ব্যাংকের সঙ্গে প্রতারণা করেছে। এভাবে নিজেরা লাভ করে সাধারণ মানুষের টাকায় চলা ব্যাংকের লোকসান করিয়েছে।
এপ্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ বলেন, ‘ওরা যে ব্যবসা করত তার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমার মতে এটা পুরোপুরি একটা ষড়যন্ত্র। তবে আদালতের উপর আমার পুরো ভরসা আছে। আমি বিশ্বাস করি তারা এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপই নেবে।’
Businessman Ratul Puri was arrested by Enforcement Directorate (ED) in connection with a bank fraud case, yesterday. He will be produced before a court, today. (file pic) pic.twitter.com/OOepxF3kHF
— ANI (@ANI) August 20, 2019
Madhya Pradesh Chief Minister, Kamal Nath on arrest of his nephew & businessman Ratul Puri: I have no connection with the business they are doing. To me, it appears to be a purely mala fide action. I have full faith that courts will take corrective stand in this. pic.twitter.com/p6xNN2jsDF
— ANI (@ANI) August 20, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.