নিজস্ব চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস (Congress) ছেড়ে বিজেপিতে যোগ দেবেন কমল নাথ। গত তিনদিন ধরে এই জল্পনায় মেতেছিল গোটা দেশের রাজনৈতিক মহল। তার মধ্যেই ইঙ্গিতবাহী কাজ করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিজের বাড়ির ছাদে টাঙিয়ে রাখা জয় শ্রীরাম পতাকা খুলে ফেললেন তিনি।
শুক্রবার থেকে রবিবার- তিনদিন ধরে কমলকে (Kamal Nath) নিয়ে জল্পনা চলেছে। শোনা গিয়েছে, দলের কাজকর্মে তিনি অখুশি। বর্ষীয়ান নেতা মনে করছেন, রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় ব্যস্ত। দলের রাশ আর তাঁর হাতে নেই। দল চালাচ্ছেন জয়রাম রমেশ, কেসি ভেনুগোপাল, রণদীপ সুরজেওয়ালারা। বিশ্লেষকদের অনুমান, সেই ক্ষোভেই ছেলে নকুল নাথকে নিয়ে দিল্লিতে গিয়েছেন কমল। সেখানেই কংগ্রেস ছেড়ে বেশ কয়েকজন অনুগামীকে নিয়ে বিজেপিতে (BJP) যোগ দেবেন তিনি।
তবে রবিবার রাতের দিকে একেবারে উলটো কথা বলেন কমলের এক ঘনিষ্ঠ অনুগামী। সজ্জন সিং ভার্মা জানান, “ওনার সঙ্গে কথা হয়েছে। কমলজি জানিয়েছেন আপাতত তাঁর লক্ষ্য মধ্যপ্রদেশের ২৯টি লোকসভা আসন। জাতপাতের সমীকরণ এই আসনগুলোতে কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেটা নিয়েই চিন্তা করছেন। দল ছাড়ার বিষয়টি নিয়ে এখনও কিছু ভাবেননি তিনি।” তবে সজ্জনের এই মন্তব্যের পরেও প্রশ্ন ছিল, কংগ্রেসের সঙ্গে কমলের সম্পর্ক কি আদৌ ঠিক হয়েছে?
কোন পথে এগোবে কমলের রাজনৈতিক কেরিয়ার, সেই নিয়ে প্রশ্নের মধ্যেই প্রকাশ্যে এল তাঁর বাড়ির পতাকা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার পর্যন্তও কমলের দিল্লির (Delhi) বাসভবনের ছাদে টাঙানো ছিল পতাকা। জয় শ্রীরামের (Jai Shree Ram) ওই পতাকা দেখেও অনেকে অনুমান করেছিলেন যে বিজেপিতে যেতে পারেন মধ্যপ্রদেশের নেতা। কিন্তু সোমবার থেকে আর সেই পতাকা দেখা যায়নি। ফলে ফের নতুন করে গুঞ্জন, তাহলে কি বিজেপিযাত্রার পরিকল্পনা বাতিল? সেই জন্যই কি সরে গেল জয় শ্রীরাম পতাকা?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.