সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধী যখন দেশের সেনাবাহিনী তৈরি করছেন, তখন নরেন্দ্র মোদি পায়জামা আর প্যান্ট পরতেও শেখেননি।” রবিবার মধ্যপ্রদেশের খানদাওয়া জেলার হারসুদে নির্বাচনী জনসভায় গিয়ে এই মন্তব্যই করলেন মুখ্যমন্ত্রী কমল নাথ। বিজেপি যখন ক্ষমতায় আসে তখনই দেশে সবথেকে বেশি জঙ্গি হামলা হয় বলেও রবিবার দাবি করেন তিনি।
কয়েকদিন আগে দেশব্যাপী আয়কর হানা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথকে ‘ভ্রষ্টনাথ’ বলে কটাক্ষ করেছিলেন মোদি। রবিবার তার জবাবে নির্বাচনী প্রচারে জাতীয়তাবাদকে হাতিয়ার করার জন্য নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, “মোদি সবসময় দেশের নিরাপত্তা নিয়ে কথা বলেন। তাহলে পাঁচ বছর আগে কি দেশ সুরক্ষিত হাতে ছিল না? মোদি, যখন আপনি পায়জামা আর প্যান্ট পরতেও শেখেননি, তখন দেশের জন্য সেনা, বায়ুসেনা ও নৌসেনা তৈরি করেছেন জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধী। আর এখন আপনি বলছেন দেশ আপনার নেতৃ্ত্বে সুরক্ষিত।”
নির্বাচনী প্রচারে গিয়ে পুলওয়ামার জঙ্গি হামলা ও তার পালটা বালাকোটের এয়ার স্ট্রাইকের উদাহরণ টেনে দেশে মজবুত সরকার তৈরির আবেদন রাখছেন মোদি। রবিবার তাঁকে কটাক্ষ করে কমল নাথ প্রশ্ন করেন,”কাদের সরকারের সময়ে দেশে সবথেকে বেশি জঙ্গি হামলা হয়েছে? ২০০১ সালে সংসদে যখন জঙ্গি হামলা হয় তখন কাদের সরকার ছিল? পরিসংখ্যান বলছে, বিজেপি ক্ষমতায় থাকাকালীনই সবচেয়ে বেশি জঙ্গি হামলার ঘটনা ঘটছে দেশে।”
ক্ষমতায় আসার আগে যুব সম্প্রদায়কে কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি মোদি দিয়েছিলেন, তা পূরণে তিনি ব্যর্থ বলেও রবিবার অভিযোগ করেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। বলেন, “কোটি কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। কিন্তু, আজ পর্যন্ত কতজন যুবক-যুবতী চাকরি পেয়েছেন? মোদি বলেছিলেন ভাল দিন আসবে। কিন্তু, কাদের ভাল দিন এসেছে? বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। কোথায় গেল সেই টাকা?”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.