ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত কংগ্রেস (Congress) ছাড়ছেন না কমল নাথ। রবিবার দিনভর জল্পনার পরে এই কথা জানিয়ে দিলেন তাঁর অনুগামী সজ্জন সিং ভার্মা। শনিবার ছেলেকে নিয়ে দিল্লিতে গিয়েছিলেন কমল নাথ। তার পর থেকেই জল্পনা শুরু হয়, তাহলে কি এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী?
শুক্রবার থেকে শনিবার। গত দুদিন দিনভর কমলকে (Kamal Nath) নিয়ে জল্পনা চলেছে। শোনা গিয়েছে, দলের কাজকর্মে তিনি অখুশি। বর্ষীয়ান নেতা মনে করছেন, রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় ব্যস্ত। দলের রাশ আর তাঁর হাতে নেই। দল চালাচ্ছেন জয়রাম রমেশ, কেসি ভেনুগোপাল, রণদীপ সুরজেওয়ালারা। বিশ্লেষকদের অনুমান, সেই ক্ষোভেই ছেলে নকুল নাথকে নিয়ে দিল্লিতে গিয়েছেন কমল।
তার পর থেকেই জল্পনা শুরু হয়, তাহলে কি এবার গেরুয়া শিবিরে যোগ দেবেন কমল নাথ? রবিবার এই জল্পনা চলতে থেকে দিল্লিতে। শোনা যায়, বেশ কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়েই যোগ দেবেন বিজেপিতে। পরিস্থিতি আরও ঘোরাল করে কমলের অনুগামী নেতা দীপক সাক্সেনা বলেন, গত বছরের বিধানসভা নির্বাচনের পর থেকেই কমলের সঙ্গে ভালো ব্যবহার করছে না দলীয় হাইকম্যান্ড।
তবে দিনভর জল্পনার পরে সাংবাদিকদের মুখোমুখি হন কমলের আরেক অনুগামী সজ্জন। সাফ জানিয়ে দেন, “ওনার সঙ্গে কথা হয়েছে। কমলজি জানিয়েছেন আপাতত তাঁর লক্ষ্য মধ্যপ্রদেশের ২৯টি লোকসভা আসন। জাতপাতের সমীকরণ এই আসনগুলোতে কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেটা নিয়েই চিন্তা করছেন। দল ছাড়ার বিষয়টি নিয়ে এখনও কিছু ভাবেননি তিনি।” তবে এই মন্তব্যের পরেও জল্পনা থামেনি। দলীয় নেতৃত্বের প্রতি কমলের অসন্তোষ কমেছে কিনা, জানা নেই।
#WATCH | Delhi: After meeting former Madhya Pradesh CM Kamal Nath, Congress leader Sajjan Singh Verma says, “I had a discussion with him (Kamal Nath). He said that right now his focus is on how the caste equations will be on 29 Lok Sabha seats in Madhya Pradesh. He said that he… pic.twitter.com/LPmTaGNSvX
— ANI (@ANI) February 18, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.