Advertisement
Advertisement

লোকসভা নির্বাচনে লড়বেন এই দক্ষিণী সুপারস্টার

বিজেপি না কংগ্রেস, কোন জোটকে বেছে নেবেন?

 Kamal Haasan To Contest 2019 Polls
Published by: Tanujit Das
  • Posted:December 22, 2018 5:36 pm
  • Updated:December 22, 2018 8:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯-এর লোকসভা নির্বাচনে লড়বে তাঁর দল৷ তামিলনাডুর উন্নয়নের লক্ষ্যেই দেশের সবচেয়ে বড় নির্বাচনী রণাঙ্গনে অবতীর্ণ হবেন তিনি৷ শনিবার এমনই জানালেন অভিনেতা কমল হাসান৷ বিজেপি, কংগ্রেস নাকি অ-কংগ্রেসি জোট? সেবিষয়ে এখনও কৌতূহল জিইয়ে রাখলেন প্রখ্যাত এই অভিনেতা৷ জানালেন, যাঁরা তামিলনাডুর উন্নয়নের জন্য কাজ করতে চান এবং মানুষের সঙ্গে থাকতে চান, সেসমস্ত সম-মনোভাবাপন্নদের সঙ্গে প্রয়োজনে জোট গড়বেন তিনি৷

[জাতীয় নিরাপত্তার স্বার্থে আড়ি পাতছে কেন্দ্র, বিরোধীদের জবাব জেটলির]

Advertisement

৬৪ বছরের অভিনেতা তথা রাজনীতিবিদ জানিয়েছেন, শীঘ্রই তামিলনাড়ুর ৩৯টি লোকসভা আসনের জন্য প্রার্থী নির্বাচন প্রক্রিয়া শুরু করবে তাঁর দল৷ এজন্য তৈরি হয়েছে একটি বিশেষজ্ঞ কমিটিও৷ প্রার্থী নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটিই৷ গত ফেব্রুয়ারি মাসেই রাজনীতিতে প্রবেশ করেন কমল হাসান৷ গঠন করেন ‘মাক্কাল নিধি মাইয়ম’ নামের একটি রাজনৈতিক দলটি৷ দীর্ঘদিন ধরেই একাধিক ইস্যুতে তামিলনাডুর শাসনে থাকা এআইএডিএমকে-র বিরোধিতা করতে দেখা গিয়েছে হাসানকে৷ এমনকী, একবার তাঁকে বলতে শোনা যায়, “আমার রঙ গেরুয়া নয়৷” কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বাড়িতে গিয়েও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন কমল হাসান৷ রাজনৈতিক মহলের মতে, বিভিন্ন বক্তব্য ও কার্যক্রমের মাধ্যমেই কমল হাসান অনেকটা স্পষ্ট করে দিয়েছেন রাজনীতির কোন মেরুতে নাম লেখাতে পারেন তিনি৷ তবে রাজনীতি যেহেতু সর্বদাই একটা অনিশ্চয়তার উপর দাঁড়িয়ে থাকে, তাই এখনও জোর দিয়ে কিছু বলতে নারাজ ওয়াকিবহাল মহল৷

[দিল্লিতে গ্রেপ্তার ভারতী ঘোষের দেহরক্ষী সুজিত মণ্ডল]

প্রসঙ্গত, ২০১৬-তে মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রয়াত হন জয়ললিতা। তাঁর মৃত্যুর পর তামিল রাজনীতিতে বিরাট শূন্যতা নেমে আসে৷ একজন আইকনিক নেতা বা নেত্রীর অভাবটা বড় বেশি করে টের পেয়েছিলেন তামিলনাডুবাসী৷ চলতি বছরই অভিনয়ের পাশাপাশি, রাজনীতিতেও নাম লেখানোর কথা ঘোষণা করেন রজনীকান্ত ও কমল হাসান। এমনও শোনা যাচ্ছিল, দুজনেই মিলেই হয়তো কোনও রাজনৈতিক মঞ্চ বা দল তৈরি করবেন। এমনকী, রজনীকান্তের সঙ্গে দেখাও করেছিলেন কমল হাসান। কিন্তু পরে নিজে একাই রাজনৈতিক দল ‘মাক্কাল নিধি মাইয়ম’ নির্মাণ করেন ভারতীয় সিনেমার এই সুপারস্টার৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement