সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন তামিল সুপারস্টার কমল হাসান। বুধবার দিল্লিতে ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পরই তুঘলক রোডে কংগ্রেস সভাপতির বাসভবনে যান তামিলনাড়ুর রাজনীতিতে সদ্য পা রাখা সুপারস্টার। বেশ কিছুক্ষণ কথা হয় দু’পক্ষের মধ্যে। বৈঠক শেষে কমল হাসান এই বৈঠককে সৌজন্য বৈঠক বলে দাবি করেন। তবে, তিনি স্বীকার করে নেন তামিলনাড়ুর রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে।
বৈঠক শেষে রাহুল গান্ধী টুইট করে বলেন, কমল হাসানের সঙ্গে দেখা করে বেশ ভাল লাগছে। দুই দলের কাজ সম্পর্কিত বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। তামিলনাড়ুর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনাও হয়েছে।পরে টুইট করে রাহুলকে ধন্যবাদ দেন কমল হাসানও।
Enjoyed meeting @ikamalhaasan in Delhi today. We discussed a wide range of issues concerning our two parties, including the political situation in Tamil Nadu. pic.twitter.com/cPWQd8w7YY
— Rahul Gandhi (@RahulGandhi) June 20, 2018
Thank you @RahulGandhi Ji for the time and inputs. Hope our conversation was useful to you as well. https://t.co/1WyvAQf4FK
— Kamal Haasan (@ikamalhaasan) June 20, 2018
বুধবারই তাঁর নতুন রাজনৈতিক দল মাক্কাল নিধি মাইয়ামের রেজিস্ট্রিশনের জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হন কমল হাসান। ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার পর তিনি বলেন, সমস্ত নথি জমা দেওয়া হয়েছে, দ্রুত দলের স্বীকৃতি পেয়ে যাবেন তিনি। রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র বিরোধিতা করে আসছেন দক্ষিণের এই সুপারস্টার। দল গঠনের কথা ঘোষণা করার পরই তিনি বলেছিলেন কোনওভাবেই গেরুয়া শিবিরের সঙ্গে জোট করবেন না তিনি। এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর সঙ্গে তাঁর দেখা করা বেশ তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের। একাধারে মোদি এবং এআইএডিএমকের তীব্র সমালোচক কমল হাসান কী তবে আগামিদিনে মোদি বিরোধী মহাজোটে যোগ দিতে চলেছেন, তামিল রাজনীতিতে কী কোনও নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে এই বৈঠক, প্রশ্ন উঠে গিয়েছে রাহুল-কমল সাক্ষাতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.