সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংকে শেষশ্রদ্ধা জানাতে লখনউতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রয়াত বিজেপি নেতার বাসভবনে গিয়ে তাঁকে শেষশ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। এদিকে উত্তরপ্রদেশ সরকার কল্যাণ সিংয়ের (Kalyan Singh) প্রয়াণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
#WATCH | Uttar Pradesh: PM Narendra Modi pays his last respects to former UP CM Kalyan Singh at the latter’s residence in Lucknow. pic.twitter.com/LMPDk0Zwqf
— ANI (@ANI) August 22, 2021
গতকাল রাতে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাম মন্দির আন্দোলনের অন্যতম নেতা কল্যাণ সিং (Kalyan Singh) প্রয়াত হয়েছেন। লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান এই বিজেপি (BJP) নেতা। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলজীবন থেকেই আরএসএস (RSS) সদস্য ছিলেন কল্যাণ। প্রথম ১৯৬৭ সালে উত্তরপ্রদেশের বিধায়ক হন। জনসংঘ এবং বিজেপির টিকিটে উত্তরপ্রদেশের আতরাউলি থেকে মোট ১০ বার বিধায়ক হয়েছেন তিনি। ১৯৯১ সালে প্রথম তাঁর নেতৃত্বেই উত্তরপ্রদেশের সরকার গড়ে বিজেপি। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় তিনিই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ভারতে হিন্দুত্ববাদী রাজনীতির অন্যতম পুরোধা ধরা হয় কল্যাণ সিংকে।
তাঁর প্রয়াণে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গেরুয়া শিবিরে। গতকাল একাধিক টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। মোদি বলেন,”কল্যাণ সিংজির প্রয়াণে আমি স্তব্ধ। উত্তরপ্রদেশের উন্নয়নে তাঁর যোগদান অতুলনীয়। সমাজের প্রান্তিক শ্রেণির কোটি কোটি মানুষের কন্ঠস্বর হয়ে উঠেছিলেন কল্যাণ সিংজি। ভারতীয় রাজনীতিতে তাঁর অবদান যুগের পর যুগ মনে রাখা হবে।” মোদি ছাড়াও শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। খোদ রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দও শোকপ্রকাশ করেছেন।
পরিবার সূত্রের খবর, আজ সকাল ১১টা পর্যন্ত কল্যাণ সিংয়ের দেহ থাকবে তাঁর বাসভবনে। সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে উত্তরপ্রদেশ বিধানসভায় যাবে কল্যাণ সিংয়ের দেহ। বিকালে বুলন্দশহরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আগামিকাল রাজ্যজুড়ে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে তিনদিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছেন তিনি।
Lucknow: Members of Uttar Pradesh Cabinet along with Chief Minister Yogi Adityanath meet to pay tribute to late former UP CM Kalyan Singh pic.twitter.com/9bqVqTihND
— ANI UP (@ANINewsUP) August 21, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.