Advertisement
Advertisement

Breaking News

Kalyan Banerjee

‘মিমিক্রি একটি শিল্প, অতীতে প্রধানমন্ত্রীও করেছেন’, বিতর্কের মুখে জবাব কল্যাণের

'ধনকড়কে শ্রদ্ধা করি', বললেন তৃণমূল সাংসদ।

Kalyan Banerjee Explain on mimicking Rajya Sabha Chairman | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 20, 2023 12:42 pm
  • Updated:December 20, 2023 1:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সংসদ চত্বরে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) মিমিক্রি করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। বুধবার কল্যাণ জানিয়ে দিলেন, অন্যায় করেননি। কারণ মিমিক্রি একটা শিল্প। তাছাড়া ধনকড়ের প্রতি গভীর শ্রদ্ধাও রয়েছে তাঁর।

একের পর এক সাংসদদের বহিষ্কারের প্রতিবাদে মঙ্গলবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন ইন্ডিয়া জোটের সাংসদরা। সেখানেই দেখা যায় অভিনব দৃশ্য। ধনকড়ের অঙ্গভঙ্গি নকল করেন কল্যাণ। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, নিজের মোবাইল ফোনে কল্যাণের সেই অঙ্গভঙ্গি রেকর্ড করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। উপস্থিত বাকি সাংসদরা হাসিতে ফেটে পড়ছেন। এই ঘটনায় গতকালই তীব্র ক্ষোভ প্রকাশ করেন ধনকড়। বলেন, “লজ্জাজনক, হাস্যকর, অনভিপ্রেত যে একজন এম পি ব্যঙ্গ করছেন এবং দ্বিতীয় এম পি সেই ঘটনার ভিডিও করছেন।” রাহুলেরও নিন্দা করেন উপরাষ্ট্রপতি।

Advertisement

[আরও পড়ুন: নরম হিন্দুত্বের লাইনেই বিপর্যয়, তিন রাজ্যে বিপর্যয়ে শরিকদের নিশানায় কংগ্রেস]

বুধবার এই ঘটনার প্রতিক্রিয়ায় কল্যাণ বললেন, “জগদীপ ধনকড়জির প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমরা একই পেশার সঙ্গে যুক্ত (দুজনেই আইনজীবী)। তিনি আমাদের প্রাক্তন রাজ্যপাল, বর্তমান উপরাষ্ট্রপতি। আমি কেবল এক ধরনের শিল্প প্রদর্শন করেছি। এমনকী অতীতে প্রধানমন্ত্রীও লোকসভায় দাঁড়িয়ে মিমিক্রি করেছেন। যা দেখাতেও (সেই ভিডিও) পারি। কিন্তু বিষয়টিকে কখনই গুরুত্ব দিইনি।”

 

[আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না ‘অযোগ্য’ ট্রাম্প! নজিরবিহীন রায় আমেরিকায়]

আত্মপক্ষ সমর্থনে কল্যাণ আরও বলেন, “আমি বলিনি এটা লোকসভা নাকি রাজ্যসভা…। কেউ যদি বিষয়টিকে নিজের কাঁধে টেনে নেয়, সেক্ষেত্রে আমি অসহায়। তিনি (ধনকড়) কি সত্যিই রাজ্যসভায় এমন আচরণ করে থাকেন? এটা আমার প্রশ্ন… কখনই কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না আমার।”

এদিকে কল্যাণের মিমিক্রিকে ইস্যু করে তোলা নিয়ে বিজেপিকে তোপ দেগেছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “গোটা মোদি সরকার এখন গুরুত্বহীন মিমিক্রিকে ইস্যু করে তুলতে চাইছে। অথচ সাংসদে হামলা নিয়ে নীরব। হামলাকারীদের অতিথি টিকিট দিলেন কেন বিজেপি সাংসদ? এটাই সবচেয়ে বড় প্রশ্ন।” এদিকে জানা গিয়েছে, মিমিক্রির অভিযোগে কল্যাণ ব্যন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন একজন আইনজীবী। সব মিলিয়ে সরগরম রাজধানী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement