সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সংসদ চত্বরে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) মিমিক্রি করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। বুধবার কল্যাণ জানিয়ে দিলেন, অন্যায় করেননি। কারণ মিমিক্রি একটা শিল্প। তাছাড়া ধনকড়ের প্রতি গভীর শ্রদ্ধাও রয়েছে তাঁর।
একের পর এক সাংসদদের বহিষ্কারের প্রতিবাদে মঙ্গলবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন ইন্ডিয়া জোটের সাংসদরা। সেখানেই দেখা যায় অভিনব দৃশ্য। ধনকড়ের অঙ্গভঙ্গি নকল করেন কল্যাণ। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, নিজের মোবাইল ফোনে কল্যাণের সেই অঙ্গভঙ্গি রেকর্ড করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। উপস্থিত বাকি সাংসদরা হাসিতে ফেটে পড়ছেন। এই ঘটনায় গতকালই তীব্র ক্ষোভ প্রকাশ করেন ধনকড়। বলেন, “লজ্জাজনক, হাস্যকর, অনভিপ্রেত যে একজন এম পি ব্যঙ্গ করছেন এবং দ্বিতীয় এম পি সেই ঘটনার ভিডিও করছেন।” রাহুলেরও নিন্দা করেন উপরাষ্ট্রপতি।
বুধবার এই ঘটনার প্রতিক্রিয়ায় কল্যাণ বললেন, “জগদীপ ধনকড়জির প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমরা একই পেশার সঙ্গে যুক্ত (দুজনেই আইনজীবী)। তিনি আমাদের প্রাক্তন রাজ্যপাল, বর্তমান উপরাষ্ট্রপতি। আমি কেবল এক ধরনের শিল্প প্রদর্শন করেছি। এমনকী অতীতে প্রধানমন্ত্রীও লোকসভায় দাঁড়িয়ে মিমিক্রি করেছেন। যা দেখাতেও (সেই ভিডিও) পারি। কিন্তু বিষয়টিকে কখনই গুরুত্ব দিইনি।”
#WATCH On mimicry row, TMC MP Kalyan Banerjee says, “I have never had any intention to hurt anyone…Does he really behave like this in Rajya Sabha? Mimicry was done by the PM in Lok Sabha between 2014-2019…” pic.twitter.com/rc6c5X8Lku
— ANI (@ANI) December 20, 2023
আত্মপক্ষ সমর্থনে কল্যাণ আরও বলেন, “আমি বলিনি এটা লোকসভা নাকি রাজ্যসভা…। কেউ যদি বিষয়টিকে নিজের কাঁধে টেনে নেয়, সেক্ষেত্রে আমি অসহায়। তিনি (ধনকড়) কি সত্যিই রাজ্যসভায় এমন আচরণ করে থাকেন? এটা আমার প্রশ্ন… কখনই কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না আমার।”
এদিকে কল্যাণের মিমিক্রিকে ইস্যু করে তোলা নিয়ে বিজেপিকে তোপ দেগেছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “গোটা মোদি সরকার এখন গুরুত্বহীন মিমিক্রিকে ইস্যু করে তুলতে চাইছে। অথচ সাংসদে হামলা নিয়ে নীরব। হামলাকারীদের অতিথি টিকিট দিলেন কেন বিজেপি সাংসদ? এটাই সবচেয়ে বড় প্রশ্ন।” এদিকে জানা গিয়েছে, মিমিক্রির অভিযোগে কল্যাণ ব্যন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন একজন আইনজীবী। সব মিলিয়ে সরগরম রাজধানী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.