Advertisement
Advertisement

রাম মন্দির নির্মাণের জন্য সুদূর কাবুল থেকে পবিত্র জল পাঠালেন আফগান তরুণী

সেই জল দিয়েই রাম মন্দিরের নির্মাণস্থলে 'জলাভিষেক' করেন যোগী আদিত্যনাথ।

Kabul river water sent by Afghan girl for Ram Janmabhoomi | Sangbad Pratidin

এই আদলেই তৈরি হবে মন্দির

Published by: Suparna Majumder
  • Posted:October 31, 2021 9:50 pm
  • Updated:October 31, 2021 9:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য সুদূর কাবুল থেকে এসেছে পবিত্র জল। রবিবার লখনউয়ে একথা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)। পাশাপাশি সেই জল দিয়ে ‘জলাভিষেক’ও করেন তিনি।  কাবুলের নদীর এই পবিত্র জল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠিয়েছেন আফগান মুলুকের (Afghanistan) এক তরুণী, জানান আদিত্যনাথ। 

Kabul water

Advertisement

সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে অযোধ্যায় তৈরি হতে চলেছে রাম মন্দির (Ram Temple)। ইতিমধ্যে দেশজু়ড়ে চলেছে মন্দির নির্মাণে অর্থ সংগ্রহ। তারপরই শুরু হয়েছে রামলালার জন্মস্থানে মন্দির নির্মাণের কাজ। আর সেই উপলক্ষ্যেই বিভিন্ন দেশ থেকে এল পবিত্র জল। এই অভিনব চিন্তার মাধ্যমে দেশের ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘গোটা বিশ্বকে ভারত নিজেদের বর্ধিত পরিবারের অঙ্গ হিসেবে মনে করে সেই বার্তাও দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: ডিসেম্বরে ত্রিপুরা সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আগরতলা থেকে দিনক্ষণ ঘোষণা অভিষেকের]

শুধু হিন্দুরাই নন, বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম, শিখ, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ এই মহৎ কাজে হাত লাগিয়েছেন। ১১৫টি ছোট ছোট পাত্রে সংশ্লিষ্ট দেশের নাম লিখে পবিত্র জল পাঠানো হয়েছে।  আর তা গ্রহণ করেছেন রাজনাথ সিং। সেই সময় রাজনাথ সিংয়ের বাসভবনে উপস্থিত ছিলেন শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই এবং ডেনমার্ক, ফিজি, নাইজেরিয়া সহ একাধিক দেশের রাষ্ট্রদূতরা।

Yogi Adityanath

এই উদ্যোগের জেরেই কাবুলের নদী থেকে জল পাঠিয়েছেন আফগান তরুণী। এ বিষয়ে কথা বলতে গিয়ে আদিত্যনাথ বলেন, “সমস্ত হিংসা ও মতপার্থক্যকে পিছনে ফেলে রাম মন্দির তৈরির কাজ দ্রুত এগোচ্ছে, এটি আমাদের সকলের অত্যন্ত গর্বের। গঙ্গা জলের সঙ্গেই এই সেখানে মিশিয়ে দেওয়া হবে। এটা গোটা দেশের এবং সারা বিশ্বের কাছে এই উদ্যোগ এক আবেগে পরিণত হয়েছে। আফগানিস্তানের এমন পরিস্থিতিতেও এক তরুণী সেখান থেকে পবিত্র জল পাঠিয়েছেন। আমি তাঁর ও তাঁর পরিবারকে সম্মান জানিয়ে তাঁদের শুভ কামনা করে এই জল ভগবান রামকে অর্পণ করব।”

[আরও পড়ুন: দলিত যুবককে বিয়ে! ‘শুদ্ধিকরণে’ সবার সামনে তরুণীকে অর্ধনগ্ন করে স্নান করাল পরিবার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement