সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বিস্ফোরক অভিযোগ ইডির (ED)। ওই মামলায় সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন বিআরএস নেত্রী তথা তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা (K Kavitha)। কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দাদের দাবি, অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার মতো আপ শীর্ষ নেতাদের সঙ্গে ষড়যন্ত্র লিপ্ত কবিতা। নিজের সংস্থার জন্য আবগারি সুবিধা পেতে আপ নেতাদের ১০০ কোটি টাকা ‘ঘুষ’ দিয়েছিলেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় হায়দরাবাদ থেকে গ্রেপ্তার হন কবিতা। কেসিআর মেয়ে কবিতা তেলেঙ্গানার অতি পরিচিত রাজনৈতিক মুখ। তেলাঙ্গানার বিধান পরিষদেরও সদস্য তিনি। আবগারি মামলায় গত বছরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। চলতি বছরে দুবার ইডির তলব এড়ান তিনি। যদিও শুক্রবার তাঁকেই গ্রেপ্তার করে ইডি। সোমবার গোয়েন্দারা জানালেন, কবিতা নিজের সংস্থার জন্য ব্যাবসায়িক সুবিধ নিতে আপন শীর্ষ নেতাদের ১০০ কোটি টাকা দিয়েছিলেন।
প্রসঙ্গত, দিল্লি, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ-সহ এখনও পর্যন্ত দেশের ২৪৫টি জায়গায় অভিযান চালিয়েছে ইডি। গ্রেপ্তার হয়েছেন ১৫ জন। তাঁদের মধ্যে রয়েছেন আপ নেতা মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং এবং বিজয় নায়ার। সোমবার গোয়েন্দারা জানান, এই মামলায় মোট দুর্নীতির আয়ের মধ্যে ১২৮ কোটি ৭৯ লক্ষ টাকার সম্পত্তি চিহ্নিত করা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.