Advertisement
Advertisement

শ্যালিকাকে বিয়ে করতেই শ্লীলতাহানির ‘নাটক’ জামাইবাবুর

শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রাখতেই নাকি শ্যালিকার শ্লীলতাহানির নাটক করেছিলেন জামাইবাবু৷

K G Halli molestation 'staged' by couple to stop woman's marriage
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 9, 2017 1:10 pm
  • Updated:January 9, 2017 1:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে যখন একের পর এক শ্লীলতাহানির ঘটনা ঘটছে, তখন এক শ্লীলতাহানির ঘটনার নেপথ্যে উঠে এল চাঞ্চল্যকর প্রেমকাহিনী৷ কয়েকদিন আগেই বেঙ্গালুরুর কে জি হাল্লি অঞ্চলে এক ইসলাম ধর্মাবলম্বী যুবতীর শ্লীলতাহানির ঘটনা প্রকাশ্যে এসেছিল৷ প্রকাশ্যেই বোরখা পরা ওই যুবতীর শ্লীলতাহানি করে এক ব্যক্তি৷ কিন্তু সম্প্রতি পাওয়া তথ্যে জানা গিয়েছে, ওই যুবতীর শ্লীলতাহানির ঘটনা নাকি ‘সাজানো’৷ শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রাখতেই নাকি শ্লীলতাহানির ‘নাটক’ করেছিলেন জামাইবাবু৷

গত শুক্রবারের ঘটনাকে কেন্দ্র করে যখন দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, তখন জানা গেল অভিযুক্ত এবং নির্যাতিতার মধ্যে অবৈধ প্রেমের সম্পর্ক ছিল৷ আর সেই সম্পর্কের খাতিরেই নাকি ‘সাজানো’ শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে দু’জন৷ মুসলিম যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় যুবতীর জামাইবাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে দেখা গিয়েছিল খুঁড়িয়ে হাঁটতে৷ পুলিশ আধিকারিকরা খেয়াল করেন যুবতীর জামাইবাবুও ঠিক তেমন করেই হাঁটেন ৷ সন্দেহের বশবর্তী হয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং ‘নির্যাতিতা’র জামাইবাবুর হাঁটার ভঙ্গি পরীক্ষা করেন এবং ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ‘নির্যাতিতা’র জামাইবাবু ইরশাদ খান৷

Advertisement

বেঙ্গালুরুতে এবার শ্লীলতাহানির শিকার বোরখা পরিহিতা যুবতী

জেরায় ইরশাদ জানিয়েছে, ছ’বছর আগে ‘নির্যাতিতা’র বড় দিদির সঙ্গে ইরশাদের বিয়ে হয়েছিল৷ কিন্তু গত দু’বছর আগে ‘নির্যাতিতা’ এবং ইরশাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়৷ আর এই ঘটনার জেরেই তাঁদের জীবনে তৈরি হয় জটিলতা৷ শ্যালিকাকে বিয়ে করার জন্য শ্লীলতাহানির প্ল্যান করে জামাইবাবু ও শ্যালিকা৷ তাদের ভাবনা ছিল, একবার ‘নির্যাতিতা’র সম্মানহানি হলে তাঁর আর বিয়ে হবে না৷ আর কোনও সমস্যা ছাড়াই জামাইবাবু ও শ্যালিকা নিজেদের সম্পর্কের পরিণতি খুঁজে পাবে৷

যদিও ইরশাদকে জেরা করেই এই তথ্য পেয়েছে পুলিশ৷ নির্যাতিতা এই বিষয়ে কোনও তথ্য দেননি বলেই জানা গিয়েছে৷ জেরায় ইরশাদ আরও জানায়, বেঙ্গালুরুর অন্যান্য শ্লীলতাহানির ঘটনাগুলি প্রকাশ্যে আসায় নকল শ্লীলতাহানির পরিকল্পনা ছকেছিল ইরশাদ এবং তার শ্যালিকা৷

পুলিশের অনুমান, ঘটনাটির সত্যতা বজায় রাখতেই নির্যাতিতাকে আঘাত করেছিল ইরশাদ৷

বেঙ্গালুরুতে শ্লীলতাহানির ঘটনা অব্যাহত, এবার থানার সামনেই

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement